A
operate
B
treat
C
admit
D
nurse
উত্তরের বিবরণ
Hospital (Noun)
English Meaning: A place where sick or injured people are given medical treatment and nursing care.
Bangla Meaning: হাসপাতাল; আরোগ্যশালা; চিকিৎসালয়।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
operate → চালানো, পরিচালনা করা বা অস্ত্রোপচার করা।
-
treat → চিকিৎসা করা।
-
admit → ভেতরে ঢুকতে দেওয়া বা স্বীকার করা।
-
nurse → রোগীর শুশ্রূষা করা, সাধারণত প্রশিক্ষিত সেবক/সেবিকা।
উপরোক্ত অর্থ অনুযায়ী সঠিক উত্তর হবে – treat (চিকিৎসা করা)।
উদাহরণ বাক্য: Hospitals treat the sick.
বাংলায়: হাসপাতালে অসুস্থ মানুষ ভর্তি হয় চিকিৎসার জন্য।
তথ্যসূত্র:Oxford Learner’s Dictionary

0
Updated: 15 hours ago
My wife reminded me ____.
Created: 1 month ago
A
of my appointment
B
to go my appointment
C
to my appointment
D
my appointment
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: – of my appointment
সম্পূর্ণ বাক্য: My wife reminded me of my appointment.
• Remind someone of something/someone – এটি একটি বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব।
ইংরেজি অর্থ:
কারো বা কোনো কিছুর মতো মনে হওয়া, যা কাউকে অন্য কিছু বা কাউকে স্মরণ করিয়ে দেয়।
বাংলা অর্থ:
স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া।
উদাহরণ:
Your hair and eyes remind me of your mother.
(তোমার চুল ও চোখ আমাকে তোমার মায়ের কথা মনে করিয়ে দেয়।)
তথ্যসূত্র:
১. সহজ অভিধান – বাংলা একাডেমি
২. কেমব্রিজ ডিকশনারি

0
Updated: 1 month ago
The team is ___ eleven players.
Created: 1 month ago
A
made of
B
made up of
C
made up
D
made
শূন্যস্থানে সঠিক শব্দ হবে — made up of
🔹 সম্পূর্ণ বাক্য: The team is made up of eleven players.
Made up of একটি phrasal verb, যার অর্থ হলো "গঠিত হওয়া" বা "consist" হওয়া।
নিচে আরও কিছু সংশ্লিষ্ট বাক্য ও তাদের ব্যবহার দেওয়া হলো:
◾ Make of — কোনো বস্তুর সরাসরি উপাদান বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: The table is made of wood.
(টেবিলটি কাঠ দিয়ে সরাসরি তৈরি।)
◾ Make up — এটি প্রায়শই সিদ্ধান্ত গ্রহণ বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: She has not made up her mind.
(সে এখনও সিদ্ধান্ত নেয়নি।)
◾ Make from — এক রকম উপাদান থেকে অন্য রূপে রূপান্তরিত হয়ে কিছু তৈরি হওয়া বোঝায়।
উদাহরণ: Paper is made from wood.
(কাগজ কাঠ থেকে রূপান্তরিত হয়ে তৈরি।)
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 1 month ago
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
Created: 1 month ago
A
difficult
B
dangerous
C
risky
D
troublesome
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ হলো—
ক) difficult — কঠিন, দুঃসাধ্য, শ্রমসাধ্য
খ) dangerous — বিপজ্জনক, বিপৎসংকুল
গ) risky — ঝুঁকিপূর্ণ
ঘ) troublesome — পীড়াদায়ক, ক্লেশজনক, বিরক্তিকর, জ্বালাতনকর
“Operation” শব্দটি কঠিন বা বিপজ্জনক অর্থে ব্যবহৃত হয় না। তবে এটি ঝুঁকিপূর্ণ অর্থ প্রকাশ করে।
সুতরাং সঠিক উত্তর হবে — risky।
উৎস: Accessible Dictionary, Bangla Academy।

0
Updated: 1 month ago