A
Oligarchy
B
Plutocracy
C
Cryptocracy
D
Aristocracy
উত্তরের বিবরণ
Plutocracy (noun)
-
English Meaning: A form of government run or controlled by the wealthiest class of society.
-
Bengali Meaning: ধনিকতন্ত্র; ধনী শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, যখন রাষ্ট্রের শাসনক্ষমতা ধনীদের হাতে থাকে, তখন তাকে বলা হয় Plutocracy।
Oligarchy (noun) (সঠিক বানান: Oligarchy, অনেক সময় ভুল করে Olicracy লেখা হয়)
-
English Meaning: A system of government in which a small and powerful group controls the country or an institution.
-
Bengali Meaning: গোষ্ঠীশাসন; অল্প কয়েকজনের হাতে শাসনক্ষমতা।
➡ অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও একটি গোষ্ঠী যখন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন সেটি Oligarchy।
Cryptocracy (noun)
-
English Meaning: A government where the real rulers stay hidden or are not openly known.
-
Bengali Meaning: ছায়া সরকার; যেখানে প্রকৃত শাসক প্রকাশ্যে নয়, আড়ালে থেকে শাসন করে।
Aristocracy (noun)
-
English Meaning: Rule by the nobility or the hereditary upper class of society.
-
Bengali Meaning: অভিজাততন্ত্র; অভিজাত শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, জন্মগতভাবে অভিজাত শ্রেণির হাতে রাষ্ট্রক্ষমতা থাকলে তাকে বলা হয় Aristocracy।
উৎস: Oxford Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 15 hours ago
Complete the sentence with the correct verb from : 'Neela _____ her hand when she was cooking dinner.
Created: 1 month ago
A
is burning
B
burnt
C
will burn
D
was burning
সঠিক উত্তর: burnt
সম্পূর্ণ বাক্য: Neela burnt her hand when she was cooking dinner.
(নিলা রাতের খাবার রান্না করার সময় তার হাত পুড়ে গিয়েছিল।)
When দিয়ে যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে সময় অনুযায়ী টেনস কেমন হবে তা বুঝতে নিচের নিয়মগুলো দেখো
১. যদি একটি clause থাকে past continuous tense-এ, তাহলে অন্যটি হবে past indefinite tense-এ।
উদাহরণ:
When you called, I was in a meeting.
(তুমি যখন ফোন করেছিলে, তখন আমি একটি মিটিংয়ে ছিলাম।)
২. যদি When দিয়ে যুক্ত বাক্যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়, তাহলে When যুক্ত clause-এ future indefinite tense হয় না। বরং future tense হয় মূল clause-এ, আর When clause-এ present indefinite tense হয়।
উদাহরণ:
I will phone you when I get the news.
(আমি তোমাকে ফোন করব যখন আমি খবরটা পাব।)
৩. যখন দুটি clause-ই present time বোঝায় এবং একটি ঘটনা অন্যটির ফলাফল হয়, তখন দুটি clause-ই present indefinite tense-এ হয়।
উদাহরণ:
When water freezes, it turns into ice.
(পানি জমে গেলে তা বরফে পরিণত হয়।)

0
Updated: 1 month ago
If we want concrete proof, we are looking for___.
Created: 1 month ago
A
Building material
B
Something to cover a path
C
Clear evidence
D
A cement Mixer
নিশ্চিত প্রমাণ বলতে আমরা এমন প্রমাণ বুঝি যা সন্দেহের সুযোগ রাখে না। আর ‘clear evidence’ মানে হলো স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন প্রমাণ।
‘Concrete proof’ শব্দবন্ধে ‘concrete’ শব্দটি ‘নির্দিষ্ট’ বা ‘মজবুত’ অর্থে ব্যবহৃত হয়, তাই এর পরে ‘proof’ দিলে বুঝায় স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ। কিন্তু ‘concrete proof’ পাওয়া গেলে অবশ্যই ‘clear evidence’ থাকতে হবে।
তাই নিচের বাক্যে খালি জায়গায় সঠিক উত্তর হবে ‘clear evidence’।
সম্পূর্ণ বাক্য:
If we want concrete proof, we are looking for clear evidence.

0
Updated: 1 month ago
Hospitals__________ the sick.
Created: 15 hours ago
A
operate
B
treat
C
admit
D
nurse
Hospital (Noun)
English Meaning: A place where sick or injured people are given medical treatment and nursing care.
Bangla Meaning: হাসপাতাল; আরোগ্যশালা; চিকিৎসালয়।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
operate → চালানো, পরিচালনা করা বা অস্ত্রোপচার করা।
-
treat → চিকিৎসা করা।
-
admit → ভেতরে ঢুকতে দেওয়া বা স্বীকার করা।
-
nurse → রোগীর শুশ্রূষা করা, সাধারণত প্রশিক্ষিত সেবক/সেবিকা।
উপরোক্ত অর্থ অনুযায়ী সঠিক উত্তর হবে – treat (চিকিৎসা করা)।
উদাহরণ বাক্য: Hospitals treat the sick.
বাংলায়: হাসপাতালে অসুস্থ মানুষ ভর্তি হয় চিকিৎসার জন্য।
তথ্যসূত্র:Oxford Learner’s Dictionary

0
Updated: 15 hours ago