'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
উত্তরের বিবরণ
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 month ago
If only it were that simple. Here, 'that' is -
Created: 1 month ago
A
Adverb
B
Conjunction
C
Interjection
D
Adjective
If only it were that simple. এখানে 'that' একটি Adverb।
That [adverb]:
-
English meaning: to such a degree; so.
-
Bangla meaning: অতটা; অতখানি এই অর্থে।
Example:
-
If they are that close, they will be here in minutes.
-
If only it were that simple.
Source: Oxford Dictionary.

0
Updated: 1 month ago
Usually, he doesn't mind _____ out with the cooking, but he is not going to wash the dishes.
Created: 3 weeks ago
A
help
B
for helping
C
to help
D
helping
Complete sentence: সাধারণত, তিনি রান্নায় সাহায্য করতে আপত্তি করেন না, কিন্তু তিনি বাসন ধোবেন না।
-
mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
-
mind এর পরে ক্রিয়ার মূল রূপে 'ing' যোগ করতে হয়।
-
Structure: Subject + mind + verb+ing + object
-
-
উদাহরণ:
-
Do you mind me smoking?
-
Would you mind turning your radio down a little, please?
-
-
এছাড়াও worth, cannot help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি present form + ing আকারে ব্যবহৃত হয়।
Source:

0
Updated: 3 weeks ago
Find out the active form of the sentence: "By whom can our country be saved?"
Created: 1 month ago
A
Who can save our country?
B
Our country has been saved by who?
C
Who save our country?
D
Who will save our country?
Passive voice-এ By whom ব্যবহৃত হলে তাকে active voice-এ রূপান্তর করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ধাপে ধাপে নিয়মগুলো হলো—
-
Subject হিসেবে Who বসবে।
-
যদি modal auxiliary থাকে, তবে তা who এর পরে বসবে। এখানে can ব্যবহৃত হয়েছে।
-
be বাদ যাবে।
-
বাদ যাওয়া be verb যে form-এ ছিল, মূল verb সেই form-এ বসবে। এখানে be verb base form-এ ছিল, তাই মূল verb-ও base form (save) আকারে বসবে।
-
Passive voice-এর subject object হয়ে যাবে। এখানে সেটা Our country।
এই নিয়মগুলো অনুসারে সঠিক উত্তর হবে Who can save our country?

0
Updated: 1 month ago