A
করণ
B
কর্তা
C
অপাদান
D
কর্ম
উত্তরের বিবরণ
কর্তা কারক
যে ব্যক্তি বা বস্তু ক্রিয়াটি সম্পাদন করে, তাকে কর্তা কারক বলে। অর্থাৎ, বাক্যে যে কর্তা ক্রিয়ার কার্য সম্পাদন করে, সেই কর্তার দ্বারাই কর্তা কারক নির্ধারিত হয়। কর্তা কারকে সাধারণত কোনও বিভক্তি যোগ হয় না।
উদাহরণ
-
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?
-
সপ্তপুরুষ যেথায় মানুষ।
-
শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্যে কভু নয়।
উৎস
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি – নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)
বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি

0
Updated: 2 months ago
কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়?
Created: 2 months ago
A
অপাদান
B
করণ
C
অধিকরণ
D
কর্ম
অপাদান কারক
-
যে কারক দ্বারা কোন ক্রিয়ার উৎস বোঝানো হয়, তাকে অপাদান কারক বলা হয়। সাধারণত এই কারক ‘হতে’, ‘থেকে’ ইত্যাদি অনুসর্গের পরে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
জমি থেকে ফসল পাওয়া যায়।
-
কাপটি উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
-
কুকর্ম থেকে বিরত থাকো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।

0
Updated: 2 months ago
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Created: 1 week ago
A
কর্ম কারকে শূন্য
B
সম্প্রদানে সপ্তমী
C
অধিকরণে শূন্য
D
কর্তৃকারকে শূন্য
কর্মকারক
কর্তা যে বস্তু বা প্রাণিকে আশ্রয় করে কাজ সম্পাদন করে, তাকে কর্মকারক বলা হয়। কর্ম দুই ধরনের হয়: মুখ্য কর্ম এবং গৌণ কর্ম।
উদাহরণস্বরূপ:
-
বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
-
সাধারণত মুখ্য কর্ম হয় বস্তুবাচক, আর গৌণ কর্ম হয় প্রাণিবাচক।
-
এছাড়াও, কর্মকারকের গৌণ কর্মে সাধারণত বিভক্তি যুক্ত হয়, কিন্তু মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না।
প্রথমা (অবিভক্তি বা শূন্য বিভক্তি)
-
ডাক্তার ডাক।
-
আমাকে একখানা বই দাও। (যেখানে দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম ব্যবহৃত হয়েছে)
-
রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম — এখানে গ্রন্থবিশেষ অর্থে গ্রন্থকারের ব্যবহার করা হয়েছে।
-
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা।
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
'বাবা বাড়ি নেই' বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 week ago
A
কর্তায় শূন্য
B
করণে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরণে শূন্য
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: বাবা বাড়ি নেই।

0
Updated: 1 week ago