'Panacea' means-
A
cure-all
B
pancreatic
C
widespread disease
D
gland
উত্তরের বিবরণ
Panacea means - cure-all.
• Panacea (noun)
English Meaning: a remedy for all ills or difficulties.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
• Synonyms:
- universal cure,
- cure-all,
- cure for all ills,
- universal remedy,
- sovereign remedy,
- heal-all.
Example Sentence:
1. The company believed that lowering prices would be the panacea for increasing sales.
2. While some see meditation as a panacea for stress, others prefer exercise.
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) pancreatic - অগ্ন্যাশয়; অগ্ন্যাশয়সংক্রান্ত, অগ্ন্যাশয় হইতে নিঃসৃত।
গ) widespread disease -বহুবিস্তৃত রোগবালাই।
ঘ) gland - লালাগ্রন্থি।
Source: Merriam-Webster. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Choose the word that best matches the meaning of "Benevolent".
Created: 2 months ago
A
Altruistic
B
Belligerent
C
Petulant
D
Reclusive
• The closest in meaning to 'Benevolent' is – Altruistic.
• Benevolent (adjective)
English Meaning: showing kindness and goodwill; having a desire to help others.
Bangla Meaning: দয়ালু; পরোপকারী।
অপশন আলোচনা:
Altruistic – পরোপকারী; অন্যের কল্যাণে উৎসর্গীকৃত।
Belligerent – যুদ্ধরত; হিংস্র; লড়াকু।
Petulant – কদাকার; রেগে যাওয়া সহজ।
Reclusive – একান্তবাসী; সমাজ থেকে বিচ্ছিন্ন।

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'intrepid'?
Created: 4 months ago
A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 4 months ago
Antonym of 'Rescind' is:
Created: 1 month ago
A
Prohibitive
B
Overrule
C
Validate
D
Contentious
সঠিক উত্তর হলো **Validate**।
**Rescind** একটি **Verb (Transitive)**। এটি বোঝায় কোনো আইন, আদেশ বা সিদ্ধান্তকে আর বৈধ বা কার্যকর না করা; অর্থাৎ বাতিল করা।
* **বাংলা অর্থ**: (আইন, চুক্তি ইত্যাদি) বাতিল করা।
* **সমার্থক শব্দ**: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা), Abandon (পরিত্যাগ করা), Abort (বাতিল করা)
* **বিপরীতার্থক শব্দ**: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা), Uphold (বহাল রাখা), Validate (যাচাই করা), Implement (বাস্তবায়ন করা)
* **অন্য রূপ**:
* Rescinder (Noun)
* Rescindment (Noun)
* **উদাহরণ বাক্য**:
১. The government eventually rescinded the directive.
২. The navy rescinded its ban on women sailors.

0
Updated: 1 month ago