Identify the correct passive form of the sentence below : 'Do you know them?'
A
Are they known by you?
B
Would they be known by you?
C
Are they known with you?
D
Are they known to you?
উত্তরের বিবরণ
Auxiliary verb যুক্ত Interrogative sentence Passive Voice এ রূপান্তর করার নিয়ম
১. প্রথমে Interrogative বাক্যটিকে Assertive (statement) আকারে লিখতে হবে।
২. তারপর সেই Assertive বাক্যটিকে Passive Voice এ রূপান্তর করতে হবে।
৩. শেষে আবার সেটিকে Interrogative sentence এ রূপান্তর করতে হবে।
উদাহরণ:
-
বাক্য: Do you know them?
-
প্রথমে এটিকে Assertive করব → You know them.
Assertive sentence কে Passive করার নিয়ম
-
Active voice এর object → Passive voice এর subject হবে।
-
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার হবে।
-
মূল verb-এর past participle (V³) বসবে।
-
Active voice-এর subject → Passive voice এ by preposition সহ বসে।
তবে কিছু verb এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যেমন— know verb-এর ক্ষেত্রে সাধারণত by ব্যবহার হয় না। পরিবর্তে to ব্যবহৃত হয়।
চূড়ান্ত রূপান্তর
-
Do you know them? → Assertive: You know them.
-
Passive (Assertive): They are known to you.
-
Interrogative আকারে: Are they known to you? ✅
উৎসঃ Wren & Martin, High School English Grammar and Composition

0
Updated: 1 month ago
Who has organized the meeting? [passive]
Created: 4 weeks ago
A
By whom is the meeting been organized?
B
By whom has the meeting been organized?
C
By whom has the meeting being organized?
D
By whom has the meeting to be organized?
“Who” যুক্ত Interrogative Sentence-কে Active Voice থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Who-এর পরিবর্তে শুরুতে By whom বসাতে হবে।
-
Tense এবং Person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
Active sentence-এর object কে passive sentence-এর subject হিসেবে নিতে হবে।
-
Tense অনুযায়ী be/being/been বসাতে হবে।
-
মূল verb-এর past participle (V3) ব্যবহার করতে হবে।
-
বাক্যের শেষে question mark (?) বসাতে হবে।
Structure:
By whom + auxiliary verb + subject (object from active) + be/being/been + main verb (past participle) ?
উদাহরণ:
-
Active: Who has answered the question?
Passive: By whom has the question been answered? -
Active: Who has organized the meeting?
Passive: By whom has the meeting been organized?

0
Updated: 4 weeks ago
Choose the correct sentence.
Created: 5 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool.
D
The man which said that was a fool.
• The correct sentence is - The man who said that was a fool.
• Rules of the sentence:
- Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
example:
- The man who said that was a fool.
- The man who stole my bag was tall.

0
Updated: 5 months ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
I have looked for a good doctor before I met you.
B
I had looked for a good doctor before I met you.
C
I looked for a good doctor before I had met you.
D
I am looking for a good doctor before meeting you.
অতীতে দুটো কাজের মধ্যে যখন একটি কাজ অন্য কাজের আগে ঘটে, তখন আগে ঘটে যাওয়া কাজটি Past Perfect Tense এ হয়।
-
Before দিয়ে দুই কাজের সময় বোঝানোর সময়, before এর আগে Past Perfect Tense ব্যবহার হয় এবং before এর পরে Past Indefinite Tense ব্যবহার হয়।
উদাহরণ: -
I had looked for a good doctor before I met you.
-
The patient had died before the doctor came.
-
The actor had left the auditorium before the audience stood up.
সুতরাং সঠিক বাক্য হলো - I had looked for a good doctor before I met you।
আর, ভবিষ্যতের ক্ষেত্রে Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
অথবা Present Indefinite + before + Present Indefinite হয়।
উদাহরণ:
-
He will have completed the task before you come.
-
He completes the task before you come।
এইভাবে before যুক্ত বাক্যে সময়ের ধাপ বুঝিয়ে দেয়ার নিয়ম কাজ করে।

0
Updated: 2 months ago