A
no article, an
B
a, an
C
the, no article
D
no article, a
উত্তরের বিবরণ
১. নির্দিষ্ট কিছু জায়গার আগে সাধারণত Article ব্যবহার হয় না –
যখন এগুলো তাদের মূল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন:
-
school, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি।
👉 উদাহরণ:
-
I go to school. (আমি স্কুলে যাই – পড়াশোনার জন্য, যা স্কুলের মূল উদ্দেশ্য)
-
He went to market. (সে বাজারে গিয়েছিল – কেনাকাটার জন্য, বাজারের মূল উদ্দেশ্য)
-
He went to hospital for treatment. (সে হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য, যা হাসপাতালের মূল কাজ)
২. অন্য কোনো উদ্দেশ্যে গেলে Article ব্যবহার করতে হয়।
উদাহরণ:
-
I went to the hospital to visit my uncle. (আমি আমার চাচাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম – এখানে উদ্দেশ্য “চিকিৎসা নেওয়া” নয়, তাই the বসেছে।)
প্রদত্ত বাক্যে বিশ্লেষণ
-
He went to hospital because he was ill.
এখানে সে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল (হাসপাতালের মূল উদ্দেশ্য), তাই No article বসবে। -
He had a heart attack.
এখানে “heart attack” শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে a বসবে।
✅ Final Answer: no article, a
Complete Sentence: He went to hospital because he had a heart attack.
উৎস: Practical English Usage – Michael Swan

0
Updated: 15 hours ago
Rishan walks as if he ____ lame.
Created: 1 month ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 1 month ago
Stockings are _____ socks.
Created: 1 month ago
A
long
B
small
C
big
D
short
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
Credit tk 5000 ___ my account.
Created: 1 week ago
A
in
B
with
C
against
D
to
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit Tk. 10,000 to her account.
• তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit tk 2000 to my account.
• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.
- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.

0
Updated: 1 week ago