Hospitals__________ the sick.
A
operate
B
treat
C
admit
D
nurse
উত্তরের বিবরণ
Hospital (Noun)
English Meaning: A place where sick or injured people are given medical treatment and nursing care.
Bangla Meaning: হাসপাতাল; আরোগ্যশালা; চিকিৎসালয়।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
operate → চালানো, পরিচালনা করা বা অস্ত্রোপচার করা।
-
treat → চিকিৎসা করা।
-
admit → ভেতরে ঢুকতে দেওয়া বা স্বীকার করা।
-
nurse → রোগীর শুশ্রূষা করা, সাধারণত প্রশিক্ষিত সেবক/সেবিকা।
উপরোক্ত অর্থ অনুযায়ী সঠিক উত্তর হবে – treat (চিকিৎসা করা)।
উদাহরণ বাক্য: Hospitals treat the sick.
বাংলায়: হাসপাতালে অসুস্থ মানুষ ভর্তি হয় চিকিৎসার জন্য।
তথ্যসূত্র:Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
Women are too often ______ by family commitments.
Created: 1 month ago
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Inevitable"?
Created: 2 months ago
A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 months ago
Just now he ____ his dinner but he says he will see you when he's finished.
Created: 3 months ago
A
is having
B
has had
C
was having
D
had
নিম্নলিখিত শব্দগুলো যেমন — already, just, yet, recently, lately, ever, just now, still — সাধারণত present perfect tense নির্দেশ করে। অর্থাৎ, যখন কোনো বাক্যে এই ধরনের নির্দেশক শব্দ ব্যবহার হয়, তখন সেই বাক্যটি অধিকাংশ ক্ষেত্রে present perfect tense-এ থাকে।
Present perfect tense-এর গঠন হলো:
Subject + has/have + verb এর past participle + object
উদাহরণ:
Meera has met her mother just now.
পূর্ণ বাক্য:
Just now he has had his dinner, but he says he will see you when he's finished.
এইভাবেই নির্দেশক শব্দের উপস্থিতি বাক্যের সময়গত দিক নির্দেশ করে এবং বাক্যের present perfect tense হওয়ার পরিচয় দেয়।

0
Updated: 3 months ago