When we want to mean a government by the richest class we use the term__________.
A
Oligarchy
B
Plutocracy
C
Cryptocracy
D
Aristocracy
উত্তরের বিবরণ
Plutocracy (noun)
-
English Meaning: A form of government run or controlled by the wealthiest class of society.
-
Bengali Meaning: ধনিকতন্ত্র; ধনী শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, যখন রাষ্ট্রের শাসনক্ষমতা ধনীদের হাতে থাকে, তখন তাকে বলা হয় Plutocracy।
Oligarchy (noun) (সঠিক বানান: Oligarchy, অনেক সময় ভুল করে Olicracy লেখা হয়)
-
English Meaning: A system of government in which a small and powerful group controls the country or an institution.
-
Bengali Meaning: গোষ্ঠীশাসন; অল্প কয়েকজনের হাতে শাসনক্ষমতা।
➡ অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও একটি গোষ্ঠী যখন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন সেটি Oligarchy।
Cryptocracy (noun)
-
English Meaning: A government where the real rulers stay hidden or are not openly known.
-
Bengali Meaning: ছায়া সরকার; যেখানে প্রকৃত শাসক প্রকাশ্যে নয়, আড়ালে থেকে শাসন করে।
Aristocracy (noun)
-
English Meaning: Rule by the nobility or the hereditary upper class of society.
-
Bengali Meaning: অভিজাততন্ত্র; অভিজাত শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, জন্মগতভাবে অভিজাত শ্রেণির হাতে রাষ্ট্রক্ষমতা থাকলে তাকে বলা হয় Aristocracy।
উৎস: Oxford Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 1 month ago
Which sentence correctly uses the word "Inevitable"?
Created: 2 months ago
A
Her decision was inevitable after long consideration.
B
He brushed his inevitable every morning.
C
Inevitable is what I wear to the gym.
D
We cooked some inevitable for dinner.
Adjective: inevitable
Correct Sentence:
-
ক) Her decision was inevitable after long consideration.
Meaning:
-
English: Certain to happen and impossible to avoid or prevent
-
Bangla: অবশ্যম্ভাবী; যা এড়ানো যায় না বা যা অবশ্যই ঘটবেই
Example Sentences:
-
After the storm damaged the bridge, its closure was inevitable for safety reasons.
-
With the evidence stacked against him, his resignation seemed inevitable.
ব্যাখ্যা বাকি অপশনগুলোর:
-
খ) He brushed his inevitable every morning.
-
ভুল। "Inevitable" বিশেষণ; কখনও বস্তু নির্দেশ করে না। তাই "his inevitable" বাক্যে ব্যবহার অযথা।
-
-
গ) Inevitable is what I wear to the gym.
-
ভুল। "Inevitable" কোনো পোশাকের নাম নয়, তাই প্রসঙ্গগত অর্থে অপ্রাসঙ্গিক।
-
-
ঘ) We cooked some inevitable for dinner.
-
ভুল। "Inevitable" কোনো খাবারের নাম নয়; রান্নার প্রসঙ্গে ব্যবহার অসঙ্গত।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 months ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 3 months ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

0
Updated: 3 months ago
If a part of a speech or speech or writing breaks the theme, it is called-
Created: 2 months ago
A
pomposity
B
digression
C
exaggeration
D
Anti-climax
অবান্তরতা (Digression)
-
যখন কোনো লেখা বা কথার মাঝে হঠাৎ করে মূল বিষয়বস্তু বা থিম থেকে সরে গিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে অবান্তরতা বলা হয়।
-
এটা এমন এক ধরনের বিচ্যুতি, যেখানে লেখক বা বক্তা মূল প্রসঙ্গ ছেড়ে অন্য একটি প্রসঙ্গে চলে যান, যদিও তা সাময়িক ও আংশিকভাবে সংশ্লিষ্ট হতে পারে।
-
বাংলা অর্থ: মূল বিষয়ের বাইরে চলে যাওয়া; প্রসঙ্গচ্যুতি বা অপ্রাসঙ্গিক কথা বলা।
-
গল্প বলার ক্ষেত্রে এটি একটি কার্যকর কৌশল, যা অনেক সময় অ-কল্পকাহিনী লেখায় বা বক্তৃতায়ও ব্যবহার করা হয়।
বিকল্প শব্দগুলোঃ
• Pomposity (noun)
ইংরেজি অর্থ: অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ভঙ্গি; নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করার মনোভাব।
বাংলা অর্থ: দাম্ভিকতা, আত্মম্ভরিতা, আড়ম্বরপূর্ণ আচরণ।
• Exaggeration (noun)
ইংরেজি অর্থ: কোনো কিছু বাস্তবের তুলনায় অতিরিক্ত বড় বা গুরুত্বপূর্ণ করে তুলে ধরা।
বাংলা অর্থ: অতিরঞ্জন, বাড়িয়ে বলা।
• Anti-climax
ইংরেজি অর্থ: এমন একটি ঘটনা যা প্রত্যাশার তুলনায় অনেক কম উত্তেজনাপূর্ণ বা গুরুত্বপূর্ণ, এবং তা আগের কোনো উত্তেজনাকর ঘটনার পরপরই ঘটে।
বাংলা অর্থ: আকস্মিক পতন; উত্থানপর্বের পর হঠাৎ ভাটা পড়া বা গুরুত্বহীন পরিণতি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং অক্সফোর্ড রেফারেন্স।

0
Updated: 2 months ago