"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায় হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।" - কে লিখেছেন?
A
আল মাহমুদ
B
সুকুমার রায়
C
জীবনানন্দ দাশ
D
অতুলপ্রসাদ সেন
উত্তরের বিবরণ
আবার আসিব ফিরে – জীবনানন্দ দাশ
কবিতা:
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।"
(সংকলন: আবার আসিব ফিরে কবিতা থেকে)
কবিতা বিষয়ক তথ্য:
কবির নাম: জীবনানন্দ দাশ
এই কবিতায় কবি মৃত্যুর পরও বাংলার প্রকৃতিতে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
নদী, মাঠ, ক্ষেত, পাখি, ভোরের কাক, হাঁস—এসব গ্রামীণ প্রকৃতির রূপের মধ্য দিয়ে কবির গভীর স্বদেশপ্রেম ফুটে উঠেছে।
জীবনানন্দ দাশ – সংক্ষিপ্ত পরিচয়:
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
ডাক নাম: মিলু।
মাতা: কুসুমকুমারী দাশ – তিনি নিজেও ছিলেন কবি।
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে; ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
ধূসর পাণ্ডুলিপি
বনলতা সেন
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
রূপসী বাংলা
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 17 hours ago
”সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” পঙ্ক্তিটির রচিতা কে?
Created: 5 days ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
বিষ্ণু দে
C
বুদ্ধদেব বসু
D
জীবনানন্দ দাশ
"সেইদিন এই মাঠ" কবিতা
-
কবিতাটি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ "রূপসী বাংলা"-এর অন্তর্গত।
-
কবিতার প্রথম অংশটি নয় পঙ্ক্তি বিশিষ্ট এবং দ্বিতীয় অংশটি চার পঙ্ক্তি বিশিষ্ট।
-
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” — পঙ্ক্তিটি এই কবিতা থেকে নেওয়া।
জীবনানন্দ দাশ
-
তিনি ছিলেন আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ঝরা পালক (১৯২৭)।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 5 days ago
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Created: 3 months ago
A
বরিশাল জেলা
B
ফরিদপুর জেলা
C
ঢাকা জেলা
D
রাজশাহী জেলা
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক, আর মাতা কুসুমকুমারী দাশ নিজেও একজন কবি ছিলেন।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জীবনানন্দ দাশের উপাধি ও অভিধা:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
প্রধান রচনা:
কাব্যগ্রন্থসমূহ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধ:
-
কবিতার কথা
উৎস:
বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন?
Created: 1 week ago
A
১৮৮৬ সালে
B
১৮৮৮ সালে
C
১৮৯২ সালে
D
১৮৯৯ সালে
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬ / এপ্রিল ১৯১৯)।
-
কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন।
-
ডাক নাম: মিলু।
-
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় ট্রাম-দুর্ঘটনায় আহত হয়ে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জীবনানন্দ দাশের গ্রন্থসমূহ:
কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago