Complete the following sentence: 'Had I known you were waiting outside, I___________.
A
had invited you to come in
B
would invite you to come in
C
would be inviting you to come in
D
would have invited you to come in
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: would have invited you to come in
কেন ?
এটি 3rd Conditional Sentence এর নিয়মে গঠিত।
3rd Conditional এর গঠন:
-
If/ Had + Subject + Verb (Past Participle)
-
এরপর আসে Subject + would/could/might + have + Verb (Past Participle) + Extension
অর্থাৎ—
Had + Subject + V3 থাকলে, অপর অংশে Subject + would/could/might + have + V3 ব্যবহৃত হয়।
উদাহরণ হিসেবে প্রদত্ত বাক্য
-
Had I known you were waiting outside, I would have invited you to come in.
প্রথম অংশে আছে: Had I known (Past Participle of know)
তাই পরের অংশ হবে: would have invited (Past Participle of invite)
বাংলা অর্থ:
“আমি যদি জানতাম যে আপনি বাইরে অপেক্ষা করছেন, তাহলে আমি আপনাকে ভেতরে আসতে আমন্ত্রণ জানাতাম।”
উৎসঃ English Grammar in Use – Raymond Murphy

0
Updated: 1 month ago
Complete the sentence with the correct verb from : 'Neela _____ her hand when she was cooking dinner.
Created: 2 months ago
A
is burning
B
burnt
C
will burn
D
was burning
সঠিক উত্তর: burnt
সম্পূর্ণ বাক্য: Neela burnt her hand when she was cooking dinner.
(নিলা রাতের খাবার রান্না করার সময় তার হাত পুড়ে গিয়েছিল।)
When দিয়ে যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে সময় অনুযায়ী টেনস কেমন হবে তা বুঝতে নিচের নিয়মগুলো দেখো
১. যদি একটি clause থাকে past continuous tense-এ, তাহলে অন্যটি হবে past indefinite tense-এ।
উদাহরণ:
When you called, I was in a meeting.
(তুমি যখন ফোন করেছিলে, তখন আমি একটি মিটিংয়ে ছিলাম।)
২. যদি When দিয়ে যুক্ত বাক্যে ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়, তাহলে When যুক্ত clause-এ future indefinite tense হয় না। বরং future tense হয় মূল clause-এ, আর When clause-এ present indefinite tense হয়।
উদাহরণ:
I will phone you when I get the news.
(আমি তোমাকে ফোন করব যখন আমি খবরটা পাব।)
৩. যখন দুটি clause-ই present time বোঝায় এবং একটি ঘটনা অন্যটির ফলাফল হয়, তখন দুটি clause-ই present indefinite tense-এ হয়।
উদাহরণ:
When water freezes, it turns into ice.
(পানি জমে গেলে তা বরফে পরিণত হয়।)

0
Updated: 2 months ago
Hospitals__________ the sick.
Created: 1 month ago
A
operate
B
treat
C
admit
D
nurse
Hospital (Noun)
English Meaning: A place where sick or injured people are given medical treatment and nursing care.
Bangla Meaning: হাসপাতাল; আরোগ্যশালা; চিকিৎসালয়।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
operate → চালানো, পরিচালনা করা বা অস্ত্রোপচার করা।
-
treat → চিকিৎসা করা।
-
admit → ভেতরে ঢুকতে দেওয়া বা স্বীকার করা।
-
nurse → রোগীর শুশ্রূষা করা, সাধারণত প্রশিক্ষিত সেবক/সেবিকা।
উপরোক্ত অর্থ অনুযায়ী সঠিক উত্তর হবে – treat (চিকিৎসা করা)।
উদাহরণ বাক্য: Hospitals treat the sick.
বাংলায়: হাসপাতালে অসুস্থ মানুষ ভর্তি হয় চিকিৎসার জন্য।
তথ্যসূত্র:Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
Please ___ the necessity of arriving early.
Created: 2 months ago
A
emphasise about
B
emphasise to
C
emphasise on
D
emphasise
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে – emphasise
পূর্ণ বাক্য: Please emphasise the necessity of arriving early.
• Emphasise (verb)
-
ইংরেজি অর্থ: কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বা মনোযোগযোগ্য করে তোলা।
-
বাংলা অর্থ: গুরুত্ব বোঝাতে কোনো শব্দ বা বিষয়ের উপর জোর দেওয়া; গুরুত্বারোপ করা।
• Emphasis (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর ওপর বিশেষ গুরুত্ব বা মনোযোগ প্রদান।
-
বাংলা অর্থ: কোনো শব্দ বা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া বা তার উপর জোর দেওয়া।
• Parts of speech অনুযায়ী ব্যবহার:
-
Emphasise / Emphasize যখন verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর সঙ্গে সাধারণভাবে কোনো preposition যুক্ত হয় না।
-
Emphasis যখন noun হিসেবে আসে, তখন সাধারণত এর সাথে on preposition ব্যবহার করা হয়।
-
প্রশ্নে উল্লেখিত বাক্যে emphasise verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এতে preposition ব্যবহার করা প্রয়োজন নেই।
উদাহরণ:
• Emphasise (verb)
-
I’d like to emphasise the value of learning different languages.
-
He emphasised that the participants were all volunteers.
-
Words can be emphasised in writing using italics or bold fonts.
• Emphasis (noun)
-
We should give equal emphasis to disease prevention as we give to treatment.
-
These schools place a strong emphasis on grammar and written assignments.
-
The word’s final syllable carries the emphasis.
তথ্যসূত্র: Accessible Dictionary by [...]

0
Updated: 2 months ago