The word 'florid' indicates
A
flour
B
foliage
C
floor
D
flower
উত্তরের বিবরণ
Florid (Adjective)
English Meaning: having a red or flushed complexion; excessively elaborate; very flowery in style.
বাংলা অর্থ: অত্যধিক অলংকৃত, অলংকারবহুল, পুষ্পল, জমকালো, বর্ণাঢ্য; (বিশেষত মানুষের মুখমণ্ডল) স্বাভাবিকভাবে লাল বা রক্তিমাভ।
➡ এখানে florid শব্দটি মূলত “ফুল” (flower) এর মতো অলংকারপূর্ণ বা পুষ্পল ধরণ বোঝাতে ব্যবহৃত হয়।
Flower শব্দের অর্থ
-
Flower = ফুল, কুসুম, পুষ্প, প্রসূন।
বিভ্রান্তিকর শব্দগুলো (Options)
-
Flour = ময়দা
-
Foliage = গাছের পাতা বা পত্রসম্ভার
-
Floor = মেঝে
উৎস: Oxford Learner’s Dictionary

0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 3 weeks ago
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
Clym Yeobright হলো Thomas Hardy-এর উপন্যাস The Return of the Native-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Novel: The Return of the Native
-
লেখক: Thomas Hardy
-
প্রকাশিত: ১৮৭৮
-
পটভূমি: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath
-
বিষয়: নিয়তির নির্মমতা এবং মানুষের অসহায়ত্ব
-
-
Summary:
-
Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষ করে নিজের জন্মভূমি Egdon Heath-এ ফিরে আসেন।
-
তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান।
-
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস করছেন।
-
Eustacia স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, যা জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
-
শেষপর্যন্ত Eustacia এবং Damon উভয়েই দুঃখজনক পরিণতির শিকার হন।
-
-
Main Characters:
-
Clym Yeobright
-
Eustacia Vye
-
Thomasin Yeobright
-
Damon Wildeve
-
Mrs. Yeobright
-
Diggory Venn
-
-
Thomas Hardy (1840–1928):
-
ইংরেজ ঔপন্যাসিক ও কবি, ভিক্টোরিয়ান যুগের প্রধান লেখক
-
বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী
-
উপন্যাসে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিত্রিত
-
বিশেষ একটি অঞ্চলের উপর কেন্দ্রীভূত হওয়ায় তাকে regional novelist ও poet বলা হয়
-
Victorian period-এর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে গণ্য
-
-
Famous Novels:
-
Tess of the d’Urbervilles
-
The Return of the Native
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Far from the Madding Crowd
-
The Woodlanders
-
The Mayor of Casterbridge
-
The Well-Beloved
-
Jude the Obscure
-

0
Updated: 3 weeks ago
What is the plural number of 'ovum'?
Created: 1 month ago
A
ovams
B
ovumes
C
ovums
D
ova
Ovum (noun) (singular)
-
English meaning: an egg cell produced by a woman or female animal.
-
Bangla meaning: ডিম্বাণু।
-
Plural form: ova
ব্যাকরণ নিয়ম অনুযায়ী, যেসব singular noun এর শেষে -um থাকে, সেগুলোকে plural করার সময় সাধারণত -um পরিবর্তন হয়ে -a হয়ে যায়।
তাই ovum → ova হয়।
Source: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
The train is running ______ forty miles an hour.
Created: 4 weeks ago
A
on
B
to
C
at
D
for
বাক্য ও preposition ব্যাখ্যা অনুযায়ী:
-
Complete sentence: The train is running at forty miles an hour.
-
Preposition “at”
-
সাধারণত ব্যবহার হয় নির্দিষ্ট দূরত্ব, গতি বা পরিমাণ বোঝাতে।
-
উদাহরণ:
-
He is driving at 60 km per hour.
-
The plane flew at a high altitude.
-
-
-
প্রদত্ত বাক্যে “forty miles an hour” হলো ট্রেনের নির্দিষ্ট গতি, তাই এখানে at ব্যবহার করা হয়।

0
Updated: 2 weeks ago