A
ভ্রমণ কাহিনী
B
উপন্যাস
C
নাটক
D
কবিতা
উত্তরের বিবরণ
‘বাঁধন-হারা’ উপন্যাস
-
লেখক: কাজী নজরুল ইসলাম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যে এটি প্রথম পত্রোপন্যাস, এতে মোট ১৮টি চিঠি রয়েছে।
-
উপন্যাস রচনা শুরু হয়েছিল করাচীতে অবস্থানের সময়।
-
এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ‘মোসলেম ভারত’ পত্রিকায়।
-
-
প্রধান চরিত্র: নুরুল হুদা
-
অন্য চরিত্রসমূহ: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির একজন অগ্রণী ব্যক্তিত্ব।
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ডাক নাম: দুখু মিয়া
-
খ্যাতি:
-
বাংলা সাহিত্যের ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
-
-
রচিত অন্যান্য উপন্যাস:
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 17 hours ago
‘রূপাই ও সাজু’ - কোন কাব্যের চরিত্র?
Created: 1 week ago
A
রাখালী
B
সোজন বাদিয়ার ঘাট
C
নক্সী কাঁথার মাঠ
D
বোবা কাহিনী
‘নক্সী কাঁথার মাঠ’
-
‘নক্সীকাঁথার মাঠ’ (১৯২৯) জসীম উদ্দীন রচিত কাহিনি কাব্য বা গাথা কাব্য।
-
গ্রন্থের প্রথম অংশে বর্ণিত: চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন।
-
দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে তাদের বিচ্ছেদ।
-
জসীম উদ্দীন পূর্ববঙ্গ গীতিকায় বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অবলম্বন করেছেন।
-
কাব্যের উপকরণ: গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা।
-
আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এটি একটি বিশেষ স্বাতন্ত্র্যপূর্ণ রচনা।
জসীম উদ্দীনের অন্যান্য বিখ্যাত গাথা কাব্য
-
নক্সী কাঁথার মাঠ
-
সোজন বাদিয়ার ঘাট
-
মা যে জননী কান্দে
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
রামমোহন রায় রচিত ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা কোনটি?
Created: 1 week ago
A
বেদান্তসার
B
গোস্বামীর সহিত বিচার
C
বেদান্তগ্রন্থ
D
ভট্টাচার্যের সহিত বিচার
বেদান্তগ্রন্থ
-
‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫) রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা।
-
বাংলাগদ্যের ইতিহাসে এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অসামান্য।
-
গ্রন্থের উদ্দেশ্য: পৌত্তলিকতা হিন্দু ধর্মের মুখ্য নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য।
-
এই গ্রন্থ অবলম্বন করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বাকবিতর্ক সৃষ্টি হয়।
রাজা রামমোহন রায়
-
বাংলার নবজাগরণের আদি পুরুষ, জন্ম: ১৭৭২ সালের ২২শে মে, হুগলী জেলার রাধানগর।
-
১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
কলকাতায় ২০ আগস্ট ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় তিনি ব্রাহ্মসমাজ স্থাপন করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কোনটি ঠিক?
Created: 1 month ago
A
গোরা (নাট্যগ্রন্থ)
B
বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
C
পথের দাবী (উপন্যাস)
D
কাত্তরের দিনগুলি (উপন্যাস)
‘পথের দাবী’ উপন্যাস
‘পথের দাবী’ রচনা করেছেন প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৯২৬ সালে প্রকাশিত একটি রাজনৈতিক ধারার উপন্যাস।
এই গ্রন্থটি মূলত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব এবং স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে রচিত। কাহিনীর প্রধান চরিত্র সব্যসাচী, যিনি একজন গুপ্ত বিপ্লবী নেতার ভুমিকায় অভিনয় করেন। অনেকের মতে, সব্যসাচীর চরিত্রে বিরাজমান রূপটি ছিল বিপ্লবী রাসবিহারী বসুর আদলে নির্মিত। উপন্যাসের কেন্দ্রে ব্রিটিশ বিরোধী বিক্ষোভ এবং দেশপ্রেমের স্ফূরণ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গ্রন্থটি প্রকাশের পরেই ইংরেজ শাসন কর্তৃক নিষিদ্ধ হয়ে যায়। যদিও নান্দনিক দৃষ্টিকোণ থেকে ‘পথের দাবী’ সাহিত্যিক উৎকৃষ্টতার মানদণ্ডে বিতর্কের সৃষ্টি করলেও, রাজনৈতিক প্রেক্ষাপটে এটি স্বাধিকার আন্দোলনে অনুপ্রেরণার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।
উপন্যাসের শেষের অংশে রয়েছে একটি গভীর বক্তব্য, “আমি একজন বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র লক্ষ্য, আমার একমাত্র সাধনা।” এ কারণে এই রচনা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব ধারণ করে।
‘পথের দাবী’ প্রথম প্রকাশিত হয়েছিল ‘বঙ্গবাণী’ পত্রিকার ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যায় ধারাবাহিক রূপে।
অন্য প্রসঙ্গে
-
জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ একটি স্মৃতিকথামূলক গ্রন্থ, যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা ও অভিজ্ঞতাগুলোকে দিনপঞ্জির আকারে উপস্থাপন করে।
-
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ প্রথমবার ২২শে পৌষ ১৩২৮ (৬ জানুয়ারি ১৯২২) ‘সাপ্তাহিক বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস ‘গোরা’ (১৯১০) তার নায়ক গোরা সম্পর্কে, যিনি সিপাহী বিদ্রোহের সময় নিহত এক আইরিশ দম্পতির সন্তান ছিলেন।
তথ্যসূত্র: ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago