"উৎপীড়ন" শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A
অপকর্ষ
B
প্রস্তুতি
C
ঊর্ধ্বমুখিতা
D
আতিশয্য
উত্তরের বিবরণ
বিভিন্ন অর্থে 'উৎ' উপসর্গটির ব্যবহার
ঊর্ধ্বমুখী অর্থে:
উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
আতিশয্য অর্থে:
উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন।
প্রস্তুতি অর্থে:
উৎপাদন, উচ্চারণ।
অপকর্ষ অর্থে:
উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।
তৎসম উপসর্গসমূহ:
তৎসম উপসর্গ মোট বিশটি। যেমন —
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 5 months ago
বাংলা উপসর্গ সংখ্যা কত?
Created: 2 months ago
A
বিশটি
B
একুশটি
C
বাইশটি
D
তেইশটি
পসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ। বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তৎসম উপসর্গ ২০ টি।
যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।
0
Updated: 2 months ago
নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
Created: 2 months ago
A
অনু
B
সম
C
অধি
D
ইতি
বাংলা উপসর্গ
বাংলা ভাষায় মোট ২১টি উপসর্গ রয়েছে। সেগুলো হলো:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
তৎসম উপসর্গ
তৎসম উপসর্গের সংখ্যা ২০টি। সেগুলো হলো:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ
0
Updated: 2 months ago
'অপ্রতিবিধান' শব্দটিতে কয়টি উপসর্গ রয়েছে?
Created: 2 months ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
অপ্রতিবিধান' শব্দটিতে - তিনটি উপসর্গ রয়েছে। • 'অপ্রতিবিধান' শব্দের উপসর্গ বিশ্লেষণ: অপ্রতিবিধান = অ + প্রতি + বি। এখানে, অ, প্রতি, বি- তিনটি উপসর্গ। উৎস: ১। ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। ২। বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
0
Updated: 2 months ago