A
পদ্মমণি
B
পদ্মাবতী
C
পদ্মগোখরা
D
পদ্মরাগ
উত্তরের বিবরণ
‘পদ্মরাগ’ উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশকাল: ১৯২৪
-
উৎসর্গ: রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে
‘পদ্মরাগ’কে শাস্ত্রসম্মত উপন্যাস বলা ঠিক হবে না। এটি মূলত উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা, কারণ এতে গল্পের গাঁথুনি কম এবং শিল্পগত দিক থেকে কিছুটা অসফল। তবে এর গুরুত্ব অন্যত্র—
-
এটি মুসলিম নারীর লেখা প্রথম রচনার মধ্যে অন্যতম।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো প্রকাশের সাহস এখানে দেখা যায়, যা তখনকার হিন্দু লেখকদের পক্ষে সম্ভব ছিল না।
-
রচনায় অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য বিভ্রান্তি এড়িয়ে বলা:
‘পদ্মাবতী’ → মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য, মাইকেল মধুসূধন দত্তও এ নামে নাটক রচনা করেছেন।
‘পদ্মগোখরা’ → কাজী নজরুল ইসলাম রচিত গল্প, ‘শিউলিমালা’ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত।
‘পদ্মমণি’ → কবি উত্তম দাশের কবিতা।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর
-
প্রতিষ্ঠাতা: ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)
-
সাবলীল অবদান: মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠা
প্রধান রচনাবলি:
-
মতিচূর
-
Sultana’s Dream (বাংলায় অনুবাদ: সুলতানার স্বপ্ন)
-
পদ্মরাগ (উপন্যাসপম গদ্য)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
বিশেষ উল্লেখ: Sultana’s Dream এ ‘Lady Land’ বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 17 hours ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 3 days ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 3 days ago
"পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সুনীল গঙ্গোপাধ্যায়
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
----------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
বেগম সুফিয়া কামাল
C
মুনীর চৌধুরী
D
আবুল বরকত
একুশে ফেব্রুয়ারী সংকলন:
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রথমবারের মতো 'একুশে ফেব্রুয়ারি' শীর্ষক একটি সাহিত্য সংকলন প্রকাশ পায়। এই সংকলনে একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, গান, নকশা ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক রচনাসমূহ স্থান পেয়েছিল।
উক্ত সংকলনটি ১৯৫৩ সালে বামপন্থী বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতানের তত্ত্বাবধানে ‘পুথিপত্র’ থেকে প্রকাশিত হয়।
সংকলনের মধ্যে রয়েছে বিখ্যাত গানটি—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো / একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি” — যা প্রথমবার এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
তবে প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার এই সংকলন বাজেয়াপ্ত করে।
হাসান হাফিজুর রহমান:
হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন বিষয়ক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্রের সম্পাদক হিসেবেও পরিচিত।
হাসান হাফিজুর রহমানের রচিত প্রবন্ধসমূহ:
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
ভবিতব্যের বাণিজ্য তরী
-
শোকার্ত তরবারী
হাসান হাফিজুর রহমানের গল্প:
-
আরো দুটি মৃত্যু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago