বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
A
পদ্মমণি
B
পদ্মাবতী
C
পদ্মগোখরা
D
পদ্মরাগ
উত্তরের বিবরণ
‘পদ্মরাগ’ উপন্যাস
-
লেখক: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
প্রকাশকাল: ১৯২৪
-
উৎসর্গ: রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে
‘পদ্মরাগ’কে শাস্ত্রসম্মত উপন্যাস বলা ঠিক হবে না। এটি মূলত উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা, কারণ এতে গল্পের গাঁথুনি কম এবং শিল্পগত দিক থেকে কিছুটা অসফল। তবে এর গুরুত্ব অন্যত্র—
-
এটি মুসলিম নারীর লেখা প্রথম রচনার মধ্যে অন্যতম।
-
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো প্রকাশের সাহস এখানে দেখা যায়, যা তখনকার হিন্দু লেখকদের পক্ষে সম্ভব ছিল না।
-
রচনায় অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিও লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য বিভ্রান্তি এড়িয়ে বলা:
‘পদ্মাবতী’ → মধ্যযুগের কবি আলাওল রচিত কাব্য, মাইকেল মধুসূধন দত্তও এ নামে নাটক রচনা করেছেন।
‘পদ্মগোখরা’ → কাজী নজরুল ইসলাম রচিত গল্প, ‘শিউলিমালা’ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত।
‘পদ্মমণি’ → কবি উত্তম দাশের কবিতা।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
-
জন্ম: ৯ ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর
-
প্রতিষ্ঠাতা: ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)
-
সাবলীল অবদান: মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠা
প্রধান রচনাবলি:
-
মতিচূর
-
Sultana’s Dream (বাংলায় অনুবাদ: সুলতানার স্বপ্ন)
-
পদ্মরাগ (উপন্যাসপম গদ্য)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়া অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
বিশেষ উল্লেখ: Sultana’s Dream এ ‘Lady Land’ বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
Created: 4 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
বেগম সুফিয়া কামাল
C
মুনীর চৌধুরী
D
আবুল বরকত
একুশে ফেব্রুয়ারী সংকলন:
১৯৫৩ সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রথমবারের মতো 'একুশে ফেব্রুয়ারি' শীর্ষক একটি সাহিত্য সংকলন প্রকাশ পায়। এই সংকলনে একুশে ফেব্রুয়ারীর বিভিন্ন প্রবন্ধ, গল্প, কবিতা, গান, নকশা ও ঐতিহাসিক বিষয়ভিত্তিক রচনাসমূহ স্থান পেয়েছিল।
উক্ত সংকলনটি ১৯৫৩ সালে বামপন্থী বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতানের তত্ত্বাবধানে ‘পুথিপত্র’ থেকে প্রকাশিত হয়।
সংকলনের মধ্যে রয়েছে বিখ্যাত গানটি—
“আমার ভাইয়ের রক্তে রাঙানো / একুশে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি” — যা প্রথমবার এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
তবে প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার এই সংকলন বাজেয়াপ্ত করে।
হাসান হাফিজুর রহমান:
হাসান হাফিজুর রহমান ১৯৩২ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ভাষা আন্দোলন বিষয়ক প্রথম সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্রের সম্পাদক হিসেবেও পরিচিত।
হাসান হাফিজুর রহমানের রচিত প্রবন্ধসমূহ:
-
আধুনিক কবি ও কবিতা
-
মূল্যবোধের জন্য
-
সাহিত্য প্রসঙ্গ
-
আলোকিত গহ্বর
হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
ভবিতব্যের বাণিজ্য তরী
-
শোকার্ত তরবারী
হাসান হাফিজুর রহমানের গল্প:
-
আরো দুটি মৃত্যু
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 4 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 months ago
'ধূসর পাণ্ডুলিপি' একটি বিখ্যাত-
Created: 2 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
গল্পগ্রন্থ
D
উপন্যাস
ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে জীবনানন্দীয় কাব্যের স্বতন্ত্র বিষয়, ছন্দভঙ্গি, ভাষা ও প্রতিমার সব বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশ পায়। এ কাব্যগ্রন্থের মাধ্যমে আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠা নিশ্চিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থকে ‘চিত্ররূপময় কবিতা’ হিসেবে মূল্যায়ন করেন।
-
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল
-
ডাকনাম: দাশু
-
পরিচিতি: ‘রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক, ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক
-
মাতা: কুসুমকুমারী দাশ, বিখ্যাত কবি
-
বাংলা কাব্যধারায় রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতার অন্যতম কবি
-
আন্তর্জাতিক প্রভাব:
-
‘মৃত্যুর আগে’ কবিতা ↔ আইরিশ কবি W. B. Yeats-এর The Falling of the Leaves
-
‘হায় চিল’ ↔ Yeats-এর He Reproves the Curlew
-
‘বনলতা সেন’ ↔ অ্যাডগার এলেন পো-এর To Helen
-
-
প্রভাব: ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রামী বাঙালি জনতাকে অনুপ্রাণিত করা
-
পুরস্কার:
-
বনলতা সেন → নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন, ১৯৫৩
-
শ্রেষ্ঠ কবিতা → ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার, ১৯৫৪
-
-
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতা
-
-
কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
রূপসী বাংলা
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
-
উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’
-
-

0
Updated: 2 weeks ago