'আকাশে মেঘ ছিল না, কিন্তু বজ্রপাত হলো।' - বাক্যটির সরল রূপ কোনটি?
A
বজ্রপাত হলো, তাই আকাশে মেঘ ছিল না।
B
আকাশে মেঘ না থাকলে কিন্তু বজ্রপাত হলো।
C
আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো।
D
আকাশে মেঘ থাকায় বজ্রপাত হলো।
উত্তরের বিবরণ
যৌগিক বাক্য থেকে সরল বাক্য
যৌগিক বাক্যে সাধারণত দুটি সমাপিকা ক্রিয়া থাকে, অন্যদিকে সরল বাক্যে থাকে মাত্র একটি সমাপিকা ক্রিয়া। তাই যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে, মধ্যবর্তী সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়।
উদাহরণ:
-
যৌগিক বাক্য: আকাশে মেঘ ছিল না, কিন্তু বজ্রপাত হলো।
সরল বাক্য: আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো। -
যৌগিক বাক্য: পরিশ্রম কর, তবেই ফল পাবে।
সরল বাক্য: পরিশ্রম করলে ফল পাবে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২২ সংস্করণ)
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 5 months ago
‘তিনি সৎ কিন্তু কৃপণ’ বাক্যটি –
Created: 2 months ago
A
সরল বাক্য
B
যৌগিক বাক্য
C
মিশ্র বাক্য
D
বিস্ময়বোধক বাক্য
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
0
Updated: 2 months ago
গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায়?
Created: 2 weeks ago
A
প্রসাদ গুণ
B
আকাংক্ষা
C
আসক্তি
D
যোগ্যতা
তৎসম শব্দের সঙ্গে দেশীয় বা তদ্ভব শব্দ মিশে গেলে অনেক সময় গুরুচণ্ডালী দোষ দেখা দেয়। এই দোষ তখনই হয়, যখন ভাষার দুই ভিন্ন উৎসের শব্দ একত্রে এমনভাবে ব্যবহৃত হয় যে তা ভাষার স্বাভাবিক সৌন্দর্য ও শুদ্ধতা নষ্ট করে। ফলে সেই শব্দ বা বাক্য অশুদ্ধ ও অগ্রহণযোগ্য হয়ে পড়ে।
-
তৎসম শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে গৃহীত শব্দ।
-
দেশীয় বা তদ্ভব শব্দ হলো সময়ের সঙ্গে ধ্বনিগত পরিবর্তনে গঠিত সহজ চলিত রূপ।
-
এই দুই শ্রেণির শব্দ একত্রে অনুপযুক্তভাবে ব্যবহার করলে তা ভাষার ধ্বনিগত ও রূপগত অসামঞ্জস্য সৃষ্টি করে।
-
যেমন— “অগ্নিলাগা” (অগ্নি + লাগা) শব্দে গুরুচণ্ডালী দোষ আছে, কারণ “অগ্নি” তৎসম এবং “লাগা” দেশীয়।
অতএব, গুরুচণ্ডালী দোষে আক্রান্ত শব্দ তার শুদ্ধতা ও প্রাঞ্জলতা হারায় এবং সাহিত্যিক ভাষার উপযোগিতা নষ্ট হয়।
0
Updated: 2 weeks ago
"আমাকে একটি কলম দাও।" — এটি কোন ধরনের বাক্য?
Created: 2 months ago
A
প্রশ্নবাচক
B
অনুজ্ঞাবাচক
C
আবেগবাচক
D
আবেগবাচক
অনুজ্ঞাবাচক বাক্য
-
সংজ্ঞা: আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে যে বাক্য ব্যবহৃত হয়, তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়।
-
উদাহরণ:
-
আমাকে একটি কলম দাও।
-
তার মঙ্গল হোক।
-
আমাকে একটু জল দাও।
-
বিপদে ধৈর্য ধর।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)
0
Updated: 2 months ago