'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
A
তামসিক
B
বারুই
C
পান-ব্যবসায়ী
D
পর্ণকার
উত্তরের বিবরণ
• ‘তাম্বূলিক’ শব্দের অর্থ পান ব্যবসায়ী।
• এর সমার্থক শব্দ হলো বারুই (যারা পান উৎপাদন ও বিক্রি করেন) এবং পর্ণকার (পান বিক্রেতা)।
• অন্যদিকে, ‘তামসিক’ শব্দের অর্থ ঘন অন্ধকারাচ্ছন্ন, যা ‘তাম্বূলিক’ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
চন্দ্র
B
সূর্য
C
নভঃ
D
মেঘ
অম্বর - আকাশ, নভঃ, ব্যোম, দ্যু।

0
Updated: 2 weeks ago
‘পুত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
তপন
B
তনয়
C
আত্মজা
D
শোভন
পুত্র শব্দের প্রতিশব্দ হলো তনয়।
পুত্র এর অন্যান্য প্রতিশব্দ:
-
ছেলে
-
আত্মজ
-
নন্দন
-
দুলাল
-
সুত
-
তনয়
-
খোকা
-
কুমার
অন্যান্য শব্দ ও তাদের প্রতিশব্দ:
-
কন্যা = আত্মজা
-
সূর্য = তপন
-
সুন্দর = শোভন
উৎস:

0
Updated: 4 weeks ago
'পাবক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অগ্নি
B
নয়ন
C
পুত্র
D
অধিপতি
অগ্নির সমার্থক শব্দ: পারক, অনল, আগুন, দহন, বহ্নি, কুশানু, হুতাশন, বৈশ্বানর, পাবন, সর্বভুক, শিখা, সর্বশুচি ইত্যাদি।

0
Updated: 2 months ago