জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
A
বিষ্ণু দে
B
বুদ্ধদেব বসু
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সৈয়দ শামসুল হক
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালে বরিশালে।
-
কাব্যধারা ও স্বীকৃতি:
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে “চিত্ররূপময়” আখ্যা দিয়েছেন।
-
অন্যান্য পরিচিতি: ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
-
বুদ্ধদেব বসু জীবনানন্দকে “নির্জনতম কবি” বলে অভিহিত করেছেন।
-
-
বিখ্যাত রচনা ও প্রবন্ধ
-
প্রবন্ধগ্রন্থ: “কবিতার কথা”, যেখানে উল্লেখযোগ্য উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
-
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন (যার উপর আডগার এলেন পো-এর প্রভাব লক্ষ্য করা যায়)
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
মৃত্যুর পর প্রকাশিত: রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Created: 2 months ago
A
ধূসর পাণ্ডুলিপি
B
কবিতার কথা
C
ঝরা পালক
D
দুর্দিনের যাত্রী
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।

0
Updated: 2 months ago
"মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়' – কার লেখা?
Created: 1 week ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
জীবনানন্দ দাশ
D
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশের কবিতা “মানুষের মৃত্যু হলে” মানবচেতনার অমরত্ব ও প্রজন্মান্তরে তার ধারাবাহিকতা তুলে ধরে। কবি বোঝাতে চেয়েছেন, মানুষের দেহের মৃত্যু ঘটে, কিন্তু তার চেতনা, চিন্তা ও মানবিক সত্তা বেঁচে থাকে এবং তা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়।
-
মানুষের মৃত্যু কেবল শারীরিক; তার চেতনা ও মানসিক সত্তা কখনো নষ্ট হয় না।
-
অতীতের মানুষরা মরে গেলেও তাদের চিন্তা, জ্ঞান, অভিজ্ঞতা ও ভালোবাসা আজকের জীবনে প্রভাব ফেলে।
-
প্রতিটি মানুষ তার নিজস্ব স্বাতন্ত্র্য নিয়েই চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া আলো ও জ্ঞানের ধারা বর্তমান প্রজন্মে প্রবাহিত হয়।
-
কবি “দীপঙ্কর শ্রীজ্ঞানের” মাধ্যমে সেই অনন্ত মানবযাত্রার প্রতীক তুলে ধরেছেন, যা যুগের পর যুগ ধরে চলমান।
অতএব, এই কবিতায় কবি মানুষের মৃত্যু নয়, বরং তার চেতনার অমরত্ব ও মানবিক ঐক্যকে চিত্রিত করেছেন।

0
Updated: 1 week ago
ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে?
Created: 1 month ago
A
ডব্লিউ বি ইয়েটস
B
ক্লিনটন বি সিলি
C
অরুন্ধতী রায়
D
অমিতাভ ঘোষ
ক্লিনটন বি. সিলি
-
ক্লিনটন বি. সিলি যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও বাংলা সাহিত্য অনুবাদক।
-
তিনি জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২১ জুন। বর্তমানে তিনি শিকাগো ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক।
-
বাংলাদেশের বিখ্যাত কবি জীবনানন্দ দাশ-এর জীবন ও সাহিত্য নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করেছেন।
-
জীবনানন্দ দাশকে নিয়ে তার লেখা গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থের নাম “A Poet Apart”, যা প্রথম প্রকাশিত হয় ১৯৯০ সালে।
-
এ গ্রন্থটির বাংলা অনুবাদ করেন ফারুক মঈনউদ্দীন। অনুবাদ সংস্করণটির নাম “অনন্য জীবনানন্দ”, যা প্রকাশিত হয় ২০১১ সালে।
উৎস: প্রথম আলো, রিপোর্ট প্রকাশিত: ২১ জুন ২০২৪।

0
Updated: 1 month ago