'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
A
দুঃ + অবস্থা
B
দুর + বস্থা
C
দূর + বস্থা
D
দূর + অবস্থা
উত্তরের বিবরণ
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি হলো সেই সন্ধি যেখানে বিসর্গ (ঃ) বা র্/স্-এর সাথে পরবর্তী শব্দের স্বর বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে নতুন রূপ গঠন করে।
বিসর্গ সন্ধি দুই ধরনের হয়:
-
বিসর্গ + স্বর
-
বিসর্গ + ব্যঞ্জন
বিসর্গ + স্বর সন্ধি
যদি পূর্বপদের শেষে অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির আগে বিসর্গ থাকে এবং পরপদের শুরুতে স্বরধ্বনি থাকে, তাহলে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়ম ও উদাহরণ:
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন = নিরন্ন
-
বহিঃ + অঙ্গ = বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার = নিরাকার
-
নিঃ + আশা = নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা = দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ = চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা = দুরাত্মা
-
দুঃ + আশা = দুরাশা
-
উৎস: ড. হায়াৎ মামুদ, ভাষা শিক্ষা

0
Updated: 1 month ago
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 3 weeks ago
A
ধ্বনিতত্ত্বে
B
রূপতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
অর্থতত্ত্বে
সব ভাষার ব্যাকরণের প্রধানত চারটি বিষয়ের আলোচনা হয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়।
ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, বর্ণ বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

0
Updated: 3 weeks ago
‘ভাস্বর’ – এর সন্ধি বিচ্ছেদ কী?
Created: 1 month ago
A
ভাস্ + সর
B
ভাস + কর
C
ভাস্ + বর
D
ভা + স্বর
শব্দ: ভাস্বর
অর্থ: আলোকোজ্জ্বল, উজ্জ্বল, দীপ্তিমান।
সন্ধি বিচ্ছেদ ধাপে ধাপে:
-
"ভাস্বর" এসেছে ভাস্ + বর থেকে।
-
এখানে ভাস্ (√ভাস্ = জ্বলতে, আলো দিতে) ধাতুর সঙ্গে বর প্রত্যয় যুক্ত হয়েছে।
-
‘ভাস্’ + ‘বর’ = ভাস্বর (ধ্বনিগত কারণে "স্" + "ব" → "স্ব")
গ) ভাস্ + বর ✅

0
Updated: 1 month ago
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র

0
Updated: 1 month ago