A
যথাসময়ে
B
সামনে
C
টিপ টিপ
D
না
উত্তরের বিবরণ
ধরনবাচক ক্রিয়াবিশেষণ
— যখন কোনো ক্রিয়া কীভাবে সম্পন্ন হচ্ছে তা বোঝায়, তখন সেই বিশেষণকে ধরনবাচক ক্রিয়াবিশেষণ বলা হয়।
উদাহরণ:
— টিপটিপ বৃষ্টি পড়ছে।
— ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।
এর বিপরীতে, অন্যান্য ধরণের ক্রিয়াবিশেষণ হলো:
-
কালবাচক ক্রিয়াবিশেষণ: যথাসময়ে সে হাজির হয়।
-
স্থানবাচক ক্রিয়াবিশেষণ: মিছিলটি সামনে এগিয়ে যায়।
-
নেতিবাচক ক্রিয়াবিশেষণ: তিনি আর এখন ক্রিকেট খেলেন না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 2 months ago