A
৬ : ১৫
B
৮ : ৪০
C
৭ : ২০
D
৭ : ৪০
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ -
বাস্তবে এই ঘড়িতে কটা বাজে?
সমাধান:

বাস্তবে ৭ টা ২০ বাজে।

0
Updated: 18 hours ago
অম্বর এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 day ago
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 day ago
বিভা : কিরণ : : সুবলিত : ?
Created: 6 days ago
A
সুবিদিত
B
সুগঠিত
C
সুবিনীত
D
বিধিত
প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত : ?
সমাধান:
এখানে,
'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'।
অন্যদিকে,
'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 6 days ago
নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
Created: 18 hours ago
A
পিতল
B
তামা
C
লোহা
D
টিন
প্রশ্ন: নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন?
সমাধান:
পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমন্বয়ে গঠিত।
তামা, লোহা ও টিন মৌলিক ধাতু।

0
Updated: 18 hours ago