A
অশ্রুমালা
B
মহাশ্মশান
C
বিরহ-বিলাপ
D
অমিয়ধারা
উত্তরের বিবরণ
‘বিরহ-বিলাপ’ কাব্যগ্রন্থ
রচয়িতা: কায়কোবাদ
প্রকাশ: ১৮৭০
বিশেষত্ব: কায়কোবাদর প্রথম কাব্যগ্রন্থ
বিকল্প নাম: সমালোচকের মতে ‘বিরহ বিলাস’
বৈশিষ্ট্য:
কাব্যটি ক্ষুদ্র আকারের
কায়কোবাদ মাত্র তেরো বছর বয়সে প্রকাশ করেন
আজ প্রায় দুষ্প্রাপ্য
কায়কোবাদ (১৮৫৭–১৯৩৩)
জন্ম: ১৮৫৭, আগলা পূর্বপাড়া, নবাবগঞ্জ, ঢাকা জেলা
প্রকৃত নাম: কাজেম আল কোরেশী
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
পরিচিতি:
বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা
অতি অল্পবয়সে সাহিত্য প্রতিভা বিকশিত
রচিত কাব্যগ্রন্থ:
বিরহ-বিলাপ
অশ্রুমালা
মহাশ্মশান
শিবমন্দির
কুসুমকানন
অমিয়ধারা
শ্মশান-ভস্ম
মহরম শরীফ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 20 hours ago
'আমার সন্তান যেন থাকে দুধেভাতে'-এ প্রার্থনাটি করেছে-
Created: 1 month ago
A
ভাঁড়ুদত্ত
B
চাঁদ সওদাগর
C
ঈশ্বরী পাটনী
D
নলকুবের
• অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়।
- এই কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
- অন্নদামঙ্গল কাব্য তিনখণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, কালিকামঙ্গল ও মানসিংহ-ভবানন্দ খণ্ড।
- অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।
• অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে ‘বিদ্রোহী’ কবিতা সংকলিত আছে?
Created: 1 day ago
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশি
C
অগ্নি-বীণা
D
সঞ্চিতা
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা ও অগ্নিবীণা কাব্য
-
‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত।
কাজী নজরুল ইসলাম ও অগ্নিবীণা
-
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’।
-
‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান।
-
অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা
১। প্রলয়োল্লাস
২। বিদ্রোহী
৩। রক্তাম্বর-ধারিণী মা
৪। আগমণী
৫। ধূমকেতু
৬। কামাল পাশা
৭। আনোয়ার
৮। রণভেরী
৯। শাত-ইল-আরব
১০। খেয়াপারের তরণী
১১। কোরবানী
১২। মোহররম
‘বিদ্রোহী’ কবিতা
-
বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা।
-
রচনাকাল: ১৯২১ সাল।
-
এটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ১৯২২ খ্রি.) সাপ্তাহিক বিজলী পত্রিকায়।
-
নজরুল বহু দ্রোহাত্মক কবিতা লিখলেও কেবলমাত্র এই এক ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি বাংলার চিরকালীন বিদ্রোহী কবি।
-
এর মূলসুর হলো— বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 day ago
'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সাম্যবাদী
B
বিষের বাঁশী
C
সিন্ধু হিন্দোল
D
নতুন চাঁদ
'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সিন্ধু হিন্দোল' কাব্যের অন্তর্গত।
• 'সিন্ধু হিন্দোল' কাব্য:
- সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৭ খৃষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৯টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ।
- ''দারিদ্র'' কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
এই কবিতার কয়েকটি লাইন-
"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্।
তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান
কন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,
বীণা মোর শাপে তব হ’ল তরবার!"
-------------------
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’।
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’।
- তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- নতুন চাঁদ,
- প্রলয় শিখা ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago