গোল্ডেন মিন (Golden Mean) হলো-
A
সমস্ত সম্ভাব্য কর্মের গড়
B
দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
C
ত্রিভুজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক
D
একটি প্রাচীন দার্শনিক ধারার নাম
উত্তরের বিবরণ
গোল্ডেন মিন (Golden Mean)
- গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হলো একটি দার্শনিক মতবাদ।
- গ্রিক দার্শনিক এরিষ্টটল এই ধারণার প্রবর্তক।
- দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে সুবর্ণ মধ্যক বলে।
- যেমন: একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
'Power: A New Social Analysis' গ্রন্থটি কার লেখা?
Created: 1 month ago
A
ম্যাকিয়াভেলি
B
হবস
C
লক
D
রাসেল
'Power: A New Social Analysis' গ্রন্থটি বার্ট্রান্ড রাসেল-এর লেখা।
বার্ট্রান্ড রাসেল
- রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা ছিল তার 'মানবতার আদর্শ ও চিন্তার মুক্তি'কে ওপরে তুলে ধরা তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনার স্বীকৃতিস্বরূপ।
উল্লেখ্য,
- বিখ্যাত দার্শনিক বাট্রান্ড রাসেলের মতে সচেতনভাবে বা অচেতনভাবেই হোক মানুষের মনে এমন কিছু প্রশ্ন জাগে যাদের কোন যুক্তি সঙ্গত উত্তর ধর্মতত্ত্বে যেমন পাওয়া যায় না, তেমনি আবার বিজ্ঞান এদের নিয়ে আদৌ মাথা ঘামায় না।
- ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের মধ্যবর্তী এই যে অনধিকৃত একটি রাজ্য তাতেই দর্শন বিচরণ করে চলেছে।
- আর এ কারণেই রাসেল দর্শনকে বিজ্ঞান ও ধর্মতত্ত্বের মধ্যবর্তী অনধিকৃত রাজ্য (No Man's Land) বলে অভিহিত করেছেন।
এছাড়াও,
- Power : A New Social Analysis গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল।
- বইটি ১৯৩০ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের মূল বিষয় হচ্ছে মানুষের চূড়ান্ত লক্ষ্য হলো ক্ষমতা অর্জন করা।
উৎস: শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
আধ্যাত্মিক মূল্যবোধের উৎস কী?
Created: 1 week ago
A
অন্তর্নিহিত আত্মিক শক্তি
B
বাহ্যিক শিক্ষা
C
পারিবারিক শিক্ষা
D
সামাজিক অনুশাসন
আধ্যাত্মিক মূল্যবোধের মূল উৎস হলো মানুষের অন্তর্নিহিত আত্মিক শক্তি, যা তাকে নৈতিক ও সৎ জীবনের পথে পরিচালিত করে। মানুষের অন্তরে কিছু সহজাত আধ্যাত্মিক বা আত্মিক মূল্যবোধ থাকে, যা তার আচরণ ও চিন্তাকে প্রভাবিত করে।
-
মানুষ স্বভাবতই সৎভাবে ও ন্যায়ের পথে বাঁচতে চায় এবং সৎ মানুষকে শ্রদ্ধা করে, অথচ অসৎ ও মিথ্যাবাদী ব্যক্তিকে ঘৃণা করে।
-
কোনো সৎ কাজ করতে পারলে মানুষ মনে মনে স্বস্তি, শান্তি ও তৃপ্তি অনুভব করে।
-
এই সব ইতিবাচক আচরণের প্রেরণাশক্তি আসে তার অন্তর্নিহিত আত্মিক শক্তি (Spiritual Power) থেকে।
-
আত্মিক মূল্যবোধ মানুষের মধ্যে জন্মগতভাবে বিদ্যমান; এটি সহজাত ও চিরন্তন।

0
Updated: 1 week ago
কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি?
Created: 3 weeks ago
A
জেন্ডার সমতা
B
অর্থনৈতিক সমৃদ্ধি
C
সরকার পরিবর্তন
D
সুশাসন
কল্যাণমূলক রাষ্ট্র
-
কল্যাণমূলক রাষ্ট্র হলো সেই রাষ্ট্র, যার সমস্ত সম্পদ ও শক্তি জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত হয়।
-
এ রাষ্ট্র জনগণের ন্যূনতম চাহিদা পূরণ করে।
-
তবে কল্যাণমূলক রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়; কারণ এটি ব্যক্তিস্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে সমাজতান্ত্রিক কার্যাবলী সম্পাদন করে।
-
মৌলিক চাহিদা পূরণের জন্য এ রাষ্ট্র—
-
অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করে,
-
বেকারভাতা প্রদান করে,
-
বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে,
-
বিভিন্ন সামাজিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে।
-
-
কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য শর্ত।

0
Updated: 3 weeks ago