A
দেনাপাওনা
B
রবিবার
C
ল্যাবরেটরি
D
ক্ষুধিত পাষাণ
উত্তরের বিবরণ
‘অভীক’ চরিত্র
-
গল্প: ‘রবিবার’
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
চরিত্রের বৈশিষ্ট্য:
-
ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান
-
নিষ্ঠাবান, কিন্তু ঘোর নাস্তিক
-
নিয়মভঙ্গ ও বেয়াদবি আচরণে উৎসাহী
-
দক্ষতা: কলকব্জা সারানো, ছবি আঁকা
-
বৈপরীত্য: নিষিদ্ধ মাংস খাওয়া, মজুরি করা, নিজের আঁকা ছবির প্রদর্শনী করা
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্পসমূহ
-
বাংলা ছোট গল্পের জনক
-
মোট গল্প: ১১৯টি
-
প্রথম গল্প: ‘ভিখারিনী’ (প্রকাশ: ১২৮৪ বঙ্গাব্দ, ভারতী পত্রিকা, শ্রাবণ-ভাদ্র সংখ্যা, ১৮৭৭ খ্রিষ্টাব্দ)
-
বয়সে পরিচিতি: মাত্র ষোলো বছর
-
মোট গল্পগ্রন্থ:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
-
ছোটগল্পের ধরন অনুযায়ী
-
সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
-
অতিপ্রাকৃতিক: ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহারা, কঙ্কাল
-
আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
উৎস:
-
‘রবিবার’ গল্প
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 20 hours ago
'একখানি ছোট খেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
Created: 1 week ago
A
সোনার তরী
B
চিত্রা
C
মানসী
D
বলাকা
চরণ
"একখানি ছোটো খেত, আমি একেলা,
চারিদিকে বাঁকা জল করিছে খেলা।"
এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার অংশ।
‘সোনার তরী’ কাব্যগ্রন্থ
-
‘সোনার তরী’ রবীন্দ্রনাথ ঠাকুরের এক কাব্যগ্রন্থের নাম।
-
এই কবিতায় প্রকাশ পেয়েছে কবির দার্শনিক দৃষ্টিভঙ্গি ও জীবন দর্শন।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে, যেখানে বেশিরভাগ পঙক্তির মাত্রা ৮+৫।
-
গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৯৪ সালে।
-
উল্লেখযোগ্য কবিতাগুলো অনেকটাই শিলাইদহ, কুষ্টিয়ায় বসে লেখা।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১, কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১, জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপূট, সেঁজুতি, শেষলেখা, কবি-কাহিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Created: 3 days ago
A
শেষলেখা
B
শেষপ্রশ্ন
C
শেষকথা
D
শেষদিন
‘শেষলেখা’ কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১, রবীন্দ্রনাথের মৃত্যুর পর
-
বৈশিষ্ট্য:
-
এটি রবীন্দ্রনাথের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
গ্রন্থের নামকরণ তিনি নিজে করতে পারেননি।
-
অধিকাংশ কবিতা তার জীবনের শেষ কয়েক বছরের মধ্যে রচিত।
-
কবিতাগুলিতে তার ভাববাদী দর্শনের সঙ্গে জীবনের প্রতি গভীর প্রীতিও প্রতিফলিত হয়েছে।
-
-
উদাহরণ কবিতা:
"রূপ-নারানের কূলে, জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।" -
রবীন্দ্রনাথের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: মোট ৫৬টি
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
‘শেষপ্রশ্ন’ (১৯৩১) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কমূলক উপন্যাস।
-
‘শেষকথা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প।
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 days ago
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
Created: 1 month ago
A
স্বরবৃত্ত
B
অক্ষরবৃত্ত
C
মন্দাক্রান্তা
D
মাত্রাবৃত্ত
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা
-
‘সোনার তরী’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে।
-
এই কবিতায় অনেক গভীরভাবে কবির জীবনদর্শনের প্রতিফলন পাওয়া যায়।
-
কবিতাটির প্রায় সব পঙক্তি ৮+৫ মাত্রার ছন্দে গঠিত।
-
এটি ‘সোনার তরী’ নামের কাব্যগ্রন্থের অন্যতম কবিতা।
-
এই কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
-
এর বেশ কিছু কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়।
এই কাব্যগ্রন্থে যেসব উল্লেখযোগ্য কবিতা রয়েছে:
-
সোনার তরী
-
বিম্ববতী
-
বর্ষাযাপন
-
সুপ্তোত্থিতা
-
হিং টিং ছট
-
বসুন্ধরা
-
নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
তথ্যসূত্র:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago