'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক?
A
দেনাপাওনা
B
রবিবার
C
ল্যাবরেটরি
D
ক্ষুধিত পাষাণ
উত্তরের বিবরণ
‘অভীক’ চরিত্র
-
গল্প: ‘রবিবার’
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
চরিত্রের বৈশিষ্ট্য:
-
ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান
-
নিষ্ঠাবান, কিন্তু ঘোর নাস্তিক
-
নিয়মভঙ্গ ও বেয়াদবি আচরণে উৎসাহী
-
দক্ষতা: কলকব্জা সারানো, ছবি আঁকা
-
বৈপরীত্য: নিষিদ্ধ মাংস খাওয়া, মজুরি করা, নিজের আঁকা ছবির প্রদর্শনী করা
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্পসমূহ
-
বাংলা ছোট গল্পের জনক
-
মোট গল্প: ১১৯টি
-
প্রথম গল্প: ‘ভিখারিনী’ (প্রকাশ: ১২৮৪ বঙ্গাব্দ, ভারতী পত্রিকা, শ্রাবণ-ভাদ্র সংখ্যা, ১৮৭৭ খ্রিষ্টাব্দ)
-
বয়সে পরিচিতি: মাত্র ষোলো বছর
-
মোট গল্পগ্রন্থ:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
-
ছোটগল্পের ধরন অনুযায়ী
-
সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
-
অতিপ্রাকৃতিক: ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহারা, কঙ্কাল
-
আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
উৎস:
-
‘রবিবার’ গল্প
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 4 weeks ago
A
১৯১০ সালে
B
১৯১১ সালে
C
১৯১২ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি মূলত ১৫৭টি গানের সংকলন, যেগুলো আসলে কবিতা হিসেবেই রচিত হয়েছিল। গানগুলো লেখা হয়েছিল ১৯০৮ ও ১৯০৯ সালে, আর কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১০ সালে।
‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ হলো Song Offerings, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। এর ভূমিকা লেখেন খ্যাতনামা ইংরেজ কবি W.B. Yeats। এই অনুবাদগ্রন্থের মাধ্যমেই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অমরত্ব লাভ করেন। Song Offerings-এর জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাঁকে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী ইত্যাদি
উৎস:

0
Updated: 4 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
Created: 3 weeks ago
A
১৯০১
B
১৯১০
C
১৯২১
D
১৯৩০
শান্তিনিকেতন প্রতিষ্ঠা
-
১৮৬৩ সালে আশ্রম হিসেবে শান্তিনিকেতনের যাত্রা শুরু।
-
রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে বিশ বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি পশ্চিম বাংলার বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত। উদ্দেশ্য ছিল গৃহী ব্যক্তিদের জাগতিক কাজ থেকে মুক্ত রেখে প্রার্থনায় সময় কাটানোর জন্য নির্জন আশ্রয় প্রদান।
-
১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যেখানে অতিথিভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য গ্রন্থাগারের সংস্থান করা হয়।
-
১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শান্তিনিকেতন আশ্রমে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
অর্জন: ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ, এশিয়ার বরেণ্য ব্যক্তি হিসেবে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচিত কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখ্
-
কবি-কাহিনী ইত্যাদি

0
Updated: 3 weeks ago
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Created: 1 month ago
A
শেষলেখা
B
শেষপ্রশ্ন
C
শেষকথা
D
শেষদিন
‘শেষলেখা’ কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯৪১, রবীন্দ্রনাথের মৃত্যুর পর
-
বৈশিষ্ট্য:
-
এটি রবীন্দ্রনাথের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
গ্রন্থের নামকরণ তিনি নিজে করতে পারেননি।
-
অধিকাংশ কবিতা তার জীবনের শেষ কয়েক বছরের মধ্যে রচিত।
-
কবিতাগুলিতে তার ভাববাদী দর্শনের সঙ্গে জীবনের প্রতি গভীর প্রীতিও প্রতিফলিত হয়েছে।
-
-
উদাহরণ কবিতা:
"রূপ-নারানের কূলে, জেগে উঠিলাম;
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।" -
রবীন্দ্রনাথের প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: মোট ৫৬টি
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
‘শেষপ্রশ্ন’ (১৯৩১) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কমূলক উপন্যাস।
-
‘শেষকথা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোটগল্প।
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago