A
জয়নবের চৌতিশা
B
চন্দ্রাবতী
C
গোরক্ষ বিজয়
D
ময়নামতির গান
উত্তরের বিবরণ
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য
কাব্য:
চন্দ্রাবতী
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর
সাহিত্যচর্চার পটভূমি:
মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির।
তার পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য চর্চা আরাকান বা রোসাঙ্গ রাজসভায় প্রসারিত হয়।
তিনি আলাওলকে দুটি কাব্য লিখতে সাহায্য করেছেন:
পদ্মাবতী
সয়ফুলমুলক বদিউজ্জামান
আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি: দৌলত কাজী
আরাকান রাজসভার অন্যান্য কবি:
আলাওল
কোরেশী মাগন ঠাকুর
মরদন
আবদুল করীম খোন্দকার
শমসের আলী
অন্য সাহিত্যের রচয়িতাগণ:
গোরাক্ষ বিজয় → শেখ ফয়জুল্লাহ
জয়নবের চৌতিশা → শেখ ফয়জুল্লাহ
ময়নামতির গান → ভবানী দাস
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া

0
Updated: 20 hours ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 3 weeks ago