চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
A
২৩ নং পদ
B
২১ নং পদ
C
৩৪ নং পদ
D
৪৮ নং পদ
উত্তরের বিবরণ
চর্যাপদ ও ২৩ নং পদ
চর্যাপদ:
বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন
অন্যান্য নাম: চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাগীতিকোষ, চর্যাগীতি
মোট ৫১টি পদ
প্রাপ্ত পদ: সাড়ে ৪৬টি
২৩ নং পদ:
খণ্ডিত আকারে পাওয়া গেছে
পাওয়া গেছে: ৬টি পদ
অনুপস্থিত: ৪টি পদ
রচয়িতা: ভুসুকুপা
অন্যান্য হারিয়ে যাওয়া পদসমূহ:
২৪, ২৫, ৪৮ নং পদও পাওয়া যায়নি
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
Created: 2 months ago
A
ব্যঞ্জন ধ্বনি
B
স্বরধ্বনি
C
নিপাতনে সিদ্ধ
D
বিসর্গ সন্ধি
পর + পর = পরস্পর — এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি দ্বারা গঠিত শব্দ।
• নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে সেই সন্ধিকে বোঝায়, যা সাধারণ বা নিয়মিত সন্ধি বিধি অনুসরণ না করে গঠিত হয়। এই ধরনের সন্ধিতে ব্যতিক্রমী রূপে শব্দ গঠন ঘটে।
নিপাতনে সিদ্ধ সন্ধির কিছু উদাহরণ নিচে দেওয়া হলো:
-
গো + ইন্দ্র = গবেন্দ্র
-
গো + অক্ষ = গবাক্ষ
-
প্র + এষণ = প্রেষণ
-
কুল + অটা = কুলটা
-
পর + পর = পরস্পর
-
অন্য + অন্য = অন্যান্য
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 2 months ago
সন্ধির উদ্দেশ্য -
Created: 1 month ago
A
উচ্চারণে সহজতা আসে।
B
ধ্বনিগত মাধুর্য সম্পাদন
C
নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে।
D
সবগুলোই
• সন্ধি:
-
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়।
-
সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণকে সহজ করা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা।
-
এর প্রধান সুবিধা হলো উচ্চারণে সহজতা।
• সন্ধির অন্যান্য উদ্দেশ্য:
-
সন্ধির মাধ্যমে ধ্বনির মিলন ঘটে।
-
ধ্বনি-পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
নতুন শব্দ গঠনের জন্যও সন্ধি প্রয়োজন।
-
উচ্চারণ সহজ হয়।
-
শব্দের আকার ছোট করার ক্ষেত্রেও সন্ধি প্রয়োজন হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'পশ্বাচার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
পশ্ব + চার
B
পশ্চ + আচার
C
পশু + চার
D
পশু + আচার
• স্বরসন্ধির নিয়ম:
উ-ধ্বনি বা ঊ-ধ্বনির পরে অন্য স্বরধ্বনি থাকলে উ অথবা ঊ-ধ্বনির জায়গায় ব-ফলা হয় এবং পরের স্বরধ্বনির চিহ্ন আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- মনু + অন্তর = মন্বন্তর,
- সু + আগত = স্বাগত,
- পশু + আচার = পশ্বাচার,
- অনু + ঈক্ষা = অন্বীক্ষা,
- তনু + ঈ = তন্বী,
- গুরু + ঈ = গুবী।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago