A
প্রস্তাবনা
B
সংযোজন
C
পুনশ্চ
D
মুলতবি
উত্তরের বিবরণ
পরিভাষা উদাহরণ
-
Addendum → সংযোজন / পরিশিষ্ট
-
Prologue → কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা
-
Adjournment → মুলতবি
-
Postscript → চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
ইংরেজি | বাংলা পরিভাষা |
---|---|
Act | আইন |
Addendum | পরিশিষ্ট, সংযোজন |
Ad-hoc | তদার্থক |
Adjustment | সমন্বয়ন |
Affidavit | হলফনামা |
Affiliation | সম্বন্ধীকরণ |
Agenda | আলোচ্যসূচি |
উৎস:
-
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
-
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 20 hours ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 1 week ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
'Hand out' -এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে-
Created: 17 hours ago
A
হস্তপত্র
B
জ্ঞাপনপত্র
C
তথ্যপত্র
D
প্রচারপত্র
কিছু ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
বাংলা একাডেমি ও ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী কিছু সাধারণ ইংরেজি শব্দের বাংলা পরিভাষা নিচে দেওয়া হলো—
-
Hand out → জ্ঞাপনপত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
-
Mortgage → বন্ধক
-
Deposit → আমানত
-
Lease → ইজারা
-
Security → জামানত
সহজ ব্যাখ্যা
এগুলো হলো প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে বহুল ব্যবহৃত কিছু শব্দের বাংলা রূপ।
যেমন, Hand-book মানে এমন একটি বই যাতে প্রয়োজনীয় তথ্য সহজভাবে দেওয়া থাকে। আবার Mortgage মানে হলো কোনো সম্পত্তি বন্ধক রাখা।
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 17 hours ago