A
সমার্থে
B
ক্ষুদ্রার্থে
C
বৃহদার্ধে
D
বিপরীতার্থে
উত্তরের বিবরণ
'নাটিকা ' শব্দটি ' ক্ষুদ্রার্থে ' স্ত্রীবাচক শব্দ। ' ক্ষুদ্রার্থে ' আরও কয়েকটি স্ত্রীবাচক শব্দ - মালিকা, গীতিকা, পুস্তিকা।

0
Updated: 20 hours ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 1 week ago
‘খ্রিষ্টান’ কোন জাতীয় মিশ্র শব্দ?
Created: 20 hours ago
A
ইংরেজি + বাংলা
B
ইংরেজি + আরবি
C
ইংরেজি + ফারসি
D
ইংরেজি + তৎসম
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 'খ্রিষ্টান' = ইংরেজি শব্দ। এটি মিশ্র শব্দ নয়। 'খ্রিস্টাব্দ' শব্দটি ইংরেজি + তৎসম শব্দের সমন্বয়ে গঠিত।

0
Updated: 20 hours ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 1 month ago