A
কমা
B
দাঁড়ি
C
কোলন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি।

0
Updated: 20 hours ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 3 days ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।

0
Updated: 3 days ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 6 days ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।

0
Updated: 6 days ago
নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
Created: 6 days ago
A
ড্যাস
B
কোলন
C
সেমিকোলন
D
হাইফেন
হাইফেন কে সংযোগ চিহ্ন বলা হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার করা হয়।

0
Updated: 6 days ago