'Addendum' এর বাংলা পরিভাষা কোনটি?
A
প্রস্তাবনা
B
সংযোজন
C
পুনশ্চ
D
মুলতবি
উত্তরের বিবরণ
পরিভাষা উদাহরণ
-
Addendum → সংযোজন / পরিশিষ্ট
-
Prologue → কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা
-
Adjournment → মুলতবি
-
Postscript → চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
ইংরেজি | বাংলা পরিভাষা |
---|---|
Act | আইন |
Addendum | পরিশিষ্ট, সংযোজন |
Ad-hoc | তদার্থক |
Adjustment | সমন্বয়ন |
Affidavit | হলফনামা |
Affiliation | সম্বন্ধীকরণ |
Agenda | আলোচ্যসূচি |
উৎস:
-
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
-
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 1 month ago
'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?
Created: 1 month ago
A
ডাকঘর
B
খোলা ডাক
C
উপবিধি
D
লেখস্বত্ব
পারিভাষিক অর্থে ‘Book Post’ হলো এমন এক ধরনের ডাকপ্রেরণ ব্যবস্থা, যেখানে পাঠানো জিনিসটি ডাকঘরে বুক বা রেকর্ড করে প্রেরণ করা হয়।
সাধারণ ডাকপত্রের মতো নয়, বরং এটি ‘খোলা ডাক’ বা রেজিস্টার্ড ডাকের মতো ট্র্যাক করা যায়। মূলত বই, কাগজপত্র বা নথি পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
ক) ডাকঘর → এটি শুধুই ডাক প্রেরণের স্থান।
-
খ) খোলা ডাক → Book Post-এর সঠিক পারিভাষিক রূপ।
-
গ) উপবিধি → আইন বা নিয়মের অংশ।
-
ঘ) লেখস্বত্ব → Copyright সম্পর্কিত বিষয়।
তাই সঠিক উত্তর খ) খোলা ডাক।

0
Updated: 1 month ago
২২) 'Demography' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 months ago
A
পরতন্ত্র
B
জনতত্ত্ব
C
রাজতন্ত্র
D
স্বতন্ত্র
প্রশাসনিক ও সাধারণ পরিভাষা
-
Demography → জনতত্ত্ব
-
Subservient / Obedient → পরতন্ত্র
-
Monarchy → রাজতন্ত্র
-
Independent → স্বতন্ত্র
উৎস:
-
বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 2 months ago