A
কোন অর্থ প্রকাশ করে না
B
শুধু বিশেষ্য পদের সঙ্গে ব্যবহৃত হয়
C
বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করে
D
সবসময় ক্রিয়াপদের আগে ব্যবহৃত হয়
উত্তরের বিবরণ
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
বাংলা ভাষায় কিছু অব্যয় শব্দ আছে, যেগুলো কখনও স্বাধীনভাবে, আবার কখনও বিভক্তির মতো ব্যবহার হয়ে বাক্যের অর্থ স্পষ্ট করতে সাহায্য করে। এ ধরনের শব্দকেই অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। অনুসর্গ কখনও কোনো প্রাতিপদিক (নাম পদ) শব্দের পরে, আবার কখনও 'কে' বা 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
উদাহরণ:
-
বিনা – দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিক 'দুঃখ'–এর পরে ব্যবহৃত)
-
সনে – ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ 'ময়ূরীর' পরে ব্যবহৃত)
-
দিয়ে – তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দ 'তোমাকে'–র পরে ব্যবহৃত)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 2 months ago