A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
উত্তরের বিবরণ
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 20 hours ago
'রামগরুড়ের ছানা' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান

0
Updated: 2 weeks ago
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
ষড়যন্ত্র
B
সন্দেহজনক আচরণ
C
ঢাক জোরে বাজানো
D
লুকোচুরি
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটি এমন পরিস্থিতিকে বোঝায়, যেখানে কেউ কিছু লুকানোর চেষ্টা করছে বা পুরো বিষয়টি গোপন রেখে ধোঁয়াশা তৈরি করছে।
এটি সাধারণত সেই ধরনের কাজ বা অবস্থাকে বোঝায়, যেখানে খোলাখুলি কিছু বলা বা করা হচ্ছে না, বরং গোপনে কিছু ঘটছে – যেন কিছু একটা চাপা দেওয়া হচ্ছে।
🔹 উদাহরণ:
"ওদের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কেউ কিছু বলছে না—পুরো ব্যাপারটাই ঢাক ঢাক গুড় গুড়।"
অর্থাৎ, লুকোচুরি বা গোপনীয়তা বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 2 months ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago