A
তিব্বতি লিপি
B
ব্রাহ্মী লিপি
C
খরোষ্ঠী লিপি
D
দেবনাগরি লিপি
উত্তরের বিবরণ
বাংলা লিপির উৎস ব্রাহ্মীলিপি। বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক - সম্রাট অশোক।

0
Updated: 20 hours ago
৩৫) বাংলা বর্ণমালায় ফলা বর্ণের সংখ্যা কয়টি?
Created: 2 weeks ago
A
৭টি
B
৬টি
C
৫টি
D
৪টি
অনুবর্ণ
সংজ্ঞা:
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে অনুবর্ণ বলা হয়। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।
১. ফলা
-
ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে বা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে।
-
বাংলা বর্ণমালায় ৬টি ফলা বর্ণ রয়েছে।
-
উদাহরণ: ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র-ফলা, ল-ফলা
২. রেফ
-
র-এর একটি অনুবর্ণকে রেফ বলা হয়।
৩. বর্ণসংক্ষেপ
-
যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। সেগুলোকে বর্ণসংক্ষেপ বলা হয়।
-
উদাহরণ: ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 5 days ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
---|---|
Concealment | গোপন |
Concurrently | সমযোগে |
Conference | সম্মেলন |
Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি

0
Updated: 5 days ago
প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ –
Created: 1 month ago
A
মূর্খদের ভাষা
B
পণ্ডিতদের ভাষা
C
জনগণের ভাষা
D
লেখকদের ভাষা
প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। প্রাচীন ভারতীয় আর্যভাষা বৈদিক বা সংস্কৃত থেকে এর উৎপত্তি বলে মনে করা হয়। সংস্কৃত ভাষার যে রূপটি ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তা এক সময় শিথিল ও সরল হয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে।
কালক্রমে এগুলিকেই বলা হয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষার নামকরণ প্রসঙ্গে কেউ কেউ বলেন যে, এর প্রকৃতি বা মূল হচ্ছে ‘সংস্কৃত’, তাই প্রকৃতি থেকে উদ্ভূত বলে এর নাম হয়েছে প্রাকৃত। আবার কেউ কেউ বলেন, ‘প্রকৃতি’ অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহূত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।

0
Updated: 1 month ago