সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
A
কমা
B
দাঁড়ি
C
কোলন
D
সেমিকোলন
উত্তরের বিবরণ
সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি।

0
Updated: 1 month ago
বাক্যে কোন যতিচিহ্ন ব্যবহারে 'এক' সেকেন্ড থামতে হয়?
Created: 1 month ago
A
বিস্ময় চিহ্ন
B
সেমিকোলন
C
কমা
D
ইলেক চিহ্ন
বাক্যে যতিচিহ্ন অনুযায়ী থামার সময়
যতিচিহ্ন | থামার পরিমাণ |
---|---|
কমা (,) বা পাদচ্ছেদ | ১ 'এক' সময় |
সেমিকোলন (;) বা অর্ধচ্ছেদ | ২ 'এক' সময় |
হাইফেন (-), ইলেক, লোপ চিহ্ন, ব্র্যাকেট ( ) | থামার প্রয়োজন নেই |
দাঁড়ি (।), পূর্ণচ্ছেদ, প্রশ্নচিহ্ন (?), বিস্ময়চিহ্ন (!), কোলন (:), কোলন-ড্যাশ (:-), ড্যাশ (-) | ১ 'এক' সেকেন্ড |
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়?
Created: 2 months ago
A
২ সেকেন্ড
B
১ সেকেন্ড
C
৩ সেকেন্ড
D
৪ সেকেন্ড
বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ন থাকলে, 'এক সেকেন্ড' থামতে হয়। এরুপ - জিজ্ঞাসা চিহ্ন, কোলন, কোলন ড্যাস ও ড্যাস চিহ্নেও '১' এক সেকেন্ড' থামতে হয়।

0
Updated: 2 months ago
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"

0
Updated: 1 month ago