A
দ্বন্দ্ব
B
কর্মধারয়
C
বহুব্রীহি
D
প্রাদি
উত্তরের বিবরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী পদটি weg হয়ে যায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
-
সিংহ দ্বারা চিহ্নিত আসন → সিংহাসন
-
সাহিত্য সংক্রান্ত সভা → সাহিত্যসভা
-
স্মৃতি রক্ষার জন্য সৌধ → স্মৃতিসৌধ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 2 months ago
মধ্যপদলোপী কর্মধারয়-এর দৃষ্টান্ত
Created: 2 months ago
A
ঘর থেকে ছাড়া - ঘড়ছাড়া
B
অরুণের মতো রাঙা - অরুণরাঙা
C
হাসিমাখা মুখ - হাসিমুখ
D
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী - ক্ষণস্থায়ী
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
যে কর্মধারয় সমাসে ব্যাক্যটির মাঝের পদটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
অন্যদিকে:
-
অরুণের মতো/ন্যায় রাঙা = অরুণরাঙা (উপমান কর্মধারয় সমাস)
-
ঘর থেকে ছাড়া = ঘরছাড়া (পঞ্চমী তৎপুরুষ সমাস)
-
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago