‘খ্রিষ্টান’ কোন জাতীয় মিশ্র শব্দ?
A
ইংরেজি + বাংলা
B
ইংরেজি + আরবি
C
ইংরেজি + ফারসি
D
ইংরেজি + তৎসম
উত্তরের বিবরণ
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 'খ্রিষ্টান' = ইংরেজি শব্দ। এটি মিশ্র শব্দ নয়। 'খ্রিস্টাব্দ' শব্দটি ইংরেজি + তৎসম শব্দের সমন্বয়ে গঠিত।

0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 months ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 2 months ago
কোনটি স্ত্রীবাচক শব্দ?
Created: 2 weeks ago
A
দুঃখী
B
যোগী
C
মায়াবী
D
বৈষ্ণবী
স্ত্রীবাচক শব্দ হলো সেই শব্দ যা পুরুষবাচক শব্দের স্ত্রী রূপ প্রকাশ করে। উদাহরণস্বরূপ, বৈষ্ণবী হলো বৈষ্ণব শব্দের স্ত্রীবাচক রূপ।
অন্যান্য উদাহরণ:
-
মায়াবী → মায়াবিনী
-
যোগী → যোগিনী
-
দুঃখী → দুঃখিনী

0
Updated: 2 weeks ago
'খদ্দের' শব্দের অর্থ-
Created: 1 month ago
A
বিপদ
B
কাপড় বিশেষ
C
ক্রেতা
D
ক্ষণকাল
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'খদ্দের' শব্দের অর্থ — ‘ক্রেতা’।
অন্যদিকে,
-
'খতর' শব্দের অর্থ — বিপদ
-
'খদ্দর' শব্দের অর্থ — কাপড় বিশেষ
-
'খনেক' শব্দের অর্থ — ‘ক্ষণকাল’
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago