কেতাদুরস্ত' বাগ্ধারাটির অর্থ কী?
A
মূর্খ
B
অনভিজ্ঞ
C
অপদার্থ
D
পরিপাটি
উত্তরের বিবরণ
বাগ্ধারা: কেতাদুরস্ত
-
অর্থ: পরিপাটি
-
বাক্য উদাহরণ: চালচলন আর পোশাকে সে খুবই কেতাদুরস্ত লোক।
অন্যান্য বাগধারা:
-
গোবর গণেশ → মূর্খ
-
কেবলা হাকিম → অনভিজ্ঞ
-
আমরা কাঠের ঢেকি → অপদার্থ
উৎস:
-
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
গোপন গুণ
B
গোপন দোষ
C
প্রতিশোধের আগুন
D
ক্রোধ দেখানো
বাগধারা এবং অর্থ:
-
ছাই চাপা আগুন → অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
-
বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বাগধারা:
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ডাকাবুকো → নির্ভীক
-
পায়া ভারি → অহঙ্কার
-
কানকাটা → বেহায়া
-
বকধার্মিক → ভণ্ড
-
ঝিঙেফুল → আয়ু ফুরিয়ে আসা

0
Updated: 3 weeks ago
'যার কোনো মূল্য নেই'- সমার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
ডাকাবুকো
B
তুলসী বনের বাঘ
C
কাঠের পুতুল
D
ঢাকের বায়া
‘ঢাকের বায়া' বাগধারার অর্থ যার কোনো মূল্য নেই। ডাকাবুকো - দুরন্ত / নির্ভীক; তুলসী বনের বাঘ - ভণ্ড; কাঠের পুতুল - নির্জীব / অসার।

0
Updated: 1 month ago
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।

0
Updated: 1 month ago