বাংলা বর্ণমালার উৎস কী?
A
তিব্বতি লিপি
B
ব্রাহ্মী লিপি
C
খরোষ্ঠী লিপি
D
দেবনাগরি লিপি
উত্তরের বিবরণ
বাংলা লিপির উৎস ব্রাহ্মীলিপি। বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক - সম্রাট অশোক।

0
Updated: 1 month ago
‘মাতঙ্গ’ কার সমার্থক?
Created: 2 weeks ago
A
হরিণ
B
ভুজঙ্গ
C
হাতি
D
অশ্ব
বাংলা ভাষায় প্রাচীন বা সংস্কৃত উৎসের অনেক শব্দ জীবজগত বা পশুপাখির নাম হিসেবে ব্যবহার হয়েছে।
-
শব্দ “মাতঙ্গ” সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ “হাতি”।
-
এছাড়া অন্যান্য বিকল্পগুলি:
-
হরিণ – মরিচিকা, শশক ইত্যাদি শব্দ দ্বারা বোঝানো হয়।
-
ভুজঙ্গ – সাপ বা সাপজাতীয় প্রাণী।
-
অশ্ব – ঘোড়া।
-
সুতরাং মাতঙ্গের সমার্থক শব্দ হাতি।

0
Updated: 2 weeks ago
'পুকুরে মাছ আছে'-এখানে পুকুর কোন কারক?
Created: 1 month ago
A
কর্ম কারক
B
অপাদান কারক
C
সম্প্রদান কারক
D
অধিকরণ কারক
অধিকরণ কারক বলতে ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে নির্দেশ করে। ক্রিয়াকে "কখন" ও "কোথায়" দ্বারা প্রশ্ন করলে উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ '-এ' '-য়' '-তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। বাক্যটিতে কোথায় মাছ আছে প্রশ্ন করলে “পুকুরে” উত্তর পাওয়া যায়। এবং এর সাথে "এ" সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং পুকুর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

0
Updated: 1 month ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 1 month ago
A
ভাষ - ভাষা
B
ভাস - ভাসা
C
ভজন - ভোজন
D
মতি - মোতি
বাংলা ভাষায় অনেক শব্দজোড় আছে যেগুলো সমার্থক অর্থ প্রকাশ করে বা উচ্চারণে কাছাকাছি হলেও ভিন্ন অর্থ বহন করে। সঠিক ব্যবহার না করলে বাক্যের অর্থ পরিবর্তিত হতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো—
-
সমার্থক শব্দজোড়: ভাষ–ভাষা
অর্থ: কথা।
অন্যদিকে—
-
ভজন অর্থ প্রার্থনা।
-
ভোজন অর্থ আহার।
-
ভাষ অর্থ কথা।
-
ভাস অর্থ দীপ্তি।
-
ভাষা অর্থ কথা।
-
ভাসা অর্থ ভেসে থাকা।
-
মতি অর্থ বুদ্ধি।
-
মোতি অর্থ মুক্তা।
উৎস:

0
Updated: 1 month ago