A
-চয়
B
-রাশি
C
-রাজি
D
-বর্গ
উত্তরের বিবরণ
পুষ্প শব্দের বহুবচন
মুখ্য বিষয়:
-
‘পুষ্প’ শব্দের বহুবচনে ‘-বর্গ’ লগ্নক ব্যবহার হয় না, কারণ ‘-বর্গ’ মূলত প্রাণিবাচক শব্দের বহুবচনের জন্য ব্যবহৃত হয়।
‘পুষ্প’ শব্দের বহুবচন লগ্নকগুলো:
-
চয় → পুষ্পচয়, বুধচয়
-
রাশি → পুষ্পরাশি, পত্ররাশি
-
রাজি → পুষ্পরাজি, বৃক্ষরাজি, গ্রন্থরাজি
-
নিচয় → পুষ্পনিচয়, বুধনিচয়
-
গুচ্ছ → পুষ্পগুচ্ছ, কেশগুচ্ছ
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 20 hours ago
একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম কী?
Created: 1 week ago
A
পদাণু
B
আবেগ
C
বচন
D
যোজক
বচন (Number)
-
সংজ্ঞা: বচন হলো সংখ্যার ধারণা। এটি গণনাবাচক বিশেষ্য বা সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশ করে।
-
প্রকারভেদ: একবচন ও বহুবচন
১. একবচন (Singular)
-
লগ্নক ছাড়া বা নির্দিষ্ট নির্দেশকসহ একটি মাত্র বস্তুকে বোঝায়।
-
উদাহরণ:
-
শিক্ষক ক্লাসে এসেছেন।
-
বইটা কোথায় হারিয়ে গেল? (
টা
→ নির্দেশক)
-
২. বহুবচন (Plural)
-
লগ্নক বা নির্দিষ্টক যোগে একবচন শব্দ থেকে বহু বস্তুকে বোঝানো হয়।
-
উদাহরণ:
-
মাঝিরা নৌকা চালায়। (
রা
→ বহুবচন লগ্নক) -
কলমগুলোর দাম অনেক। (
গুলো
→ বহুবচন লগ্নক)
-

0
Updated: 1 week ago
লগ্নক কত প্রকার?
Created: 1 week ago
A
দুই
B
তিন
C
চার
D
পাঁচ
লগ্নক (শব্দে যুক্ত বিশেষ অংশ)
-
শব্দ পদে পরিণত হলে এর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোকেই লগ্নক বলে।
-
লগ্নক প্রধানত ৪ প্রকার:
১. বিভক্তি
-
ক্রিয়ার কাল বা কারক বোঝায়।
-
দুই ভাগ: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
-
উদাহরণ: করলাম (লাম = ক্রিয়া-বিভক্তি), কৃষকের (এর = কারক-বিভক্তি)।
২. নির্দেশক
-
পদকে নির্দিষ্ট করে।
-
উদাহরণ: লোকটি, ভালোটুকু (টি, টুকু = নির্দেশক)।
৩. বচন
-
পদে সংখ্যা প্রকাশ করে।
-
উদাহরণ: ছেলেরা, বইগুলো (রা, গুলো = বচন)।
৪. বলক
-
বক্তব্যে জোর আনে।
-
উদাহরণ: তখনই, এখনও (ই, ও = বলক)।

0
Updated: 1 week ago