A
জনগণ
B
নরম
C
মন
D
কল্যাণ
উত্তরের বিবরণ
শব্দার্থক সংক্ষিপ্ত তালিকা
-
মানস → মন
-
আভরণ → অলঙ্কার
-
আভাষ → ভূমিকা বা আলাপ
-
সওগাত → উপঢৌকন; উপহার
-
অঙ্গনা → অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী; সুন্দর নারী
-
ললনা → নারী, কান্তা, পত্নী
-
আফতাব → সূর্য
-
বিবর → গহ্বর
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 20 hours ago
তাসের ঘর- শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
সর্বনাশ
B
তামাশা
C
ক্ষণস্থায়ী
D
ভন্ড
"তাসের ঘর" শব্দগুচ্ছের অর্থ হলো— ক্ষণস্থায়ী (অর্থাৎ স্থায়িত্বহীন, অল্প সময়েই ভেঙে যায় এমন কিছু)।
তাস দিয়ে বানানো ঘর খুব সহজেই ভেঙে পড়ে যায়, এর কোনো স্থায়িত্ব নেই। তাই কোনো বস্তু বা অবস্থা যখন অনিশ্চিত, অস্থির বা সহজেই ধ্বংস হয়ে যেতে পারে, তখন তাকে “তাসের ঘর” এর সাথে তুলনা করা হয়।
✅ সঠিক উত্তর: গ) ক্ষণস্থায়ী

0
Updated: 2 weeks ago
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Created: 2 weeks ago
A
অর্ধচেতন
B
অবচেতন
C
চেতনাহীন
D
চেতনাপ্রবাহ
‘Subconscious’ শব্দের বাংলা পারিভাষা
‘Subconscious’ শব্দটির পারিভাষিক বাংলা হলো অবচেতন।
কিছু সম্পর্কিত গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
-
Conscious – সচেতন
-
Unconscious – অচেতন
-
Consciousness – চেতনা
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা

0
Updated: 2 weeks ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 week ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago