‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’- এক কথায় প্রকাশ করলে কী হয়?
A
প্রত্যুদ্গমন
B
অগ্রগামী
C
শুভ পদার্পণ
D
স্বাগতম
উত্তরের বিবরণ
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । উদাহরণ: সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন ।

0
Updated: 1 month ago
'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
দূরগামী
B
ভবিতব্য
C
দূরদর্শী
D
দূরদর্শন
বাংলা ভাষায় কিছু বিশেষ শব্দের অর্থ নির্দিষ্ট এবং এক কথায় প্রকাশযোগ্য। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও তাদের অর্থ দেওয়া হলো।
-
‘ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে’
-
এক কথায়: দূরদর্শী
-
-
‘দূরে গমন করে এমন’
-
অর্থ: দূরগামী
-
-
‘ঘটবেই এমন’
-
অর্থ: ভবিতব্য
-
-
উল্লেখযোগ্য তথ্য
-
‘দূরদর্শন’ শব্দের অর্থ: বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গবাহিত ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রবিশেষ
-

0
Updated: 1 month ago
যে ভূমিতে ফসল জন্মায় না-
Created: 4 months ago
A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 4 months ago
যা বলার যোগ্য নয়' এর কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
অকথ্য
B
অনুক্ত
C
বক্তব্য
D
অশ্রুত
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ—অকথ্য।
গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ নিম্নরূপ—
-
যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ — ভূতপূর্ব
-
যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ — অদৃষ্টপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ — অধীত
-
যা বলা হয় নি এক কথায় প্রকাশ — অনুক্ত
-
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ — অকথ্য
-
যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ — অশ্রুতপূর্ব
-
যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ — অবিনশ্বর

0
Updated: 1 month ago