ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
A
আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
B
একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
C
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
D
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
উত্তরের বিবরণ
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে৷ ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমীও বলা হয়ে থাকে৷ যেমন - সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে, জলে কুমির, ডাঙায় বাঘ৷

0
Updated: 1 month ago
'ভিমরুলের চাকে ঢিল মারা' প্রবাদটির অর্থ-
Created: 1 month ago
A
অহেতুক দুর্ভাবনা পোহানো
B
সামান্য লাভের জন্যে অসম্মানের ভাগি হওয়া
C
অপরের ক্ষতি করার অভিপ্রায়ে নিজের ক্ষতি সাধন
D
নির্বুদ্ধিতায় শত্রুদের সজাগ করা
বাংলা বাগ্ধারা সাধারণ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের ঘটনাকে রূপকভাবে প্রকাশ করে। এগুলো সংক্ষিপ্ত হলেও অর্থে সমৃদ্ধ। নিচে কয়েকটি বাগ্ধারার ব্যাখ্যা দেওয়া হলো—
-
ভিমরুলের চাকে ঢিল মারা অর্থ নির্বুদ্ধিতার কারণে শত্রু বা প্রতিপক্ষকে সজাগ করে তোলা।
-
মাথা নেই তার মাথাব্যথা অর্থ অহেতুক দুর্ভাবনা বা অকারণে দুশ্চিন্তা করা।
-
মাছি মেরে হাত কালো করা অর্থ সামান্য লাভের জন্য অপমান বা অসম্মানের ভাগী হওয়া।
-
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ অর্থ অন্যকে ক্ষতি করার উদ্দেশ্যে নিজের ক্ষতি করে ফেলা।
উৎস:

0
Updated: 1 month ago
নিচের কোন দুটি বাগ্ধারা একই অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
B
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
C
উড়ো কথা ও উড়ো চিঠি
D
পদ্মপাতার জল ও জলভাত
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা এবং তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
একই অর্থে ব্যবহৃত বাগ্ধারা
-
ঠুঁটো জগন্নাথ : অকর্মণ্য
-
কুমড়ো কাটা বটঠাকুর : অকর্মণ্য লোক
-
-
ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্ধারা
-
উড়ো কথা : গুজব
-
উড়ো চিঠি : বেনামি পত্র
-
ঢাকের বাঁয়া : অপ্রয়োজনীয়
-
ঢেঁকি অবতার : নির্বোধ লোক
-
পদ্মপাতার জল, তাসের ঘর, জলের দাগ : ক্ষণস্থায়ী
-
জলভাত : সহজ সাধ্য
-
উৎস:

0
Updated: 3 weeks ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:

0
Updated: 1 month ago