নিচের কোন বানানটি অশুদ্ধ?
A
সায়াহ্ন
B
মনোহারিণী
C
নিরূপণ
D
লণ্ঠণ
উত্তরের বিবরণ
ঘ) লণ্ঠণ
ব্যাখ্যা:
-
লণ্ঠণ → অশুদ্ধ রূপ, শুদ্ধ রূপ হলো লন্ঠন।
-
অন্যান্য শুদ্ধ রূপের উদাহরণ:
-
সায়াহ্ন → সন্ধ্যা
-
মনোহারিণী → মনোহরণকারী
-
নিরূপণ → নির্ণয়, সিদ্ধান্ত
-
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
শসিভূষণ
B
শষিভূষণ
C
শশিভূষণ
D
শশিভুষণ
শুদ্ধ বানান: শশিভূষণ
-
শব্দের পদ: বিশেষ্য
-
উৎস: সংস্কৃত
অর্থ:
-
চন্দ্রের মতো অলঙ্কৃত বা শোভিত ব্যক্তি/বস্তু
-
শিবের এক নামে ব্যবহার

0
Updated: 2 weeks ago
শুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 3 weeks ago
A
বুদ্ধিজীবি
B
গোধূলী
C
অন্তর্জগত
D
প্রোজ্জ্বল
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ ও অশুদ্ধ বানান পার্থক্য ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল
-
অশুদ্ধ বানান ও সংশোধিত শুদ্ধ রূপ:
-
গোধূলি → গোধূলী
-
বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী
-
অন্তর্জগৎ → অন্তর্জগত
-
উৎস:

0
Updated: 3 weeks ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 weeks ago
A
তিতিক্ষা
B
তীতীক্ষা
C
তীতিক্ষা
D
তিতীক্ষা
শুদ্ধ বানান হলো তিতিক্ষা
তিতিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত (Titikṣā)" থেকে।
-
এর অর্থ: সহিষ্ণুতা, ধৈর্য, কষ্ট সহ্য করার ক্ষমতা।
-
বাংলায় এটি তিতিক্ষা হিসেবেই গৃহীত ও প্রচলিত।
-
বাকিগুলো (তীতীক্ষা, তীতিক্ষা, তিতীক্ষা) সংস্কৃত ধ্বনিগত বিভ্রান্তি বা ভুল রূপ।

0
Updated: 2 weeks ago