'কাব্য' - শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
A
অ
B
য
C
য্য
D
ষ্ণ
উত্তরের বিবরণ
তদ্ধিত ‘য’ প্রত্যয়
নিয়ম:
যখন তদ্ধিত ‘য’ প্রত্যয় যুক্ত হয়, তখন প্রাতিপদিকের অ, আ, ই, ঈ ইত্যাদি স্বরধ্বনি লোপ পায়।
উদাহরণ:
-
সম্ + য → সাম্য
-
কবি + য → কাব্য
-
মধুর + য → মাধুর্য
-
প্রাচী + য → প্রাচ্য
-
প্রচুর + য → প্রাচুর্য
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
নী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
বাঘিনী
B
জেলেনী
C
গোয়ালিনী
D
মেথরানী
বাংলা ভাষায় স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ গঠনে বিভিন্ন প্রত্যয় ব্যবহার করা হয়। এর মধ্যে নী, আনী এবং ইনী প্রত্যয়ের ব্যবহার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিচে নিয়ম ও উদাহরণ দেওয়া হলো।
-
নী/নি প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ
-
জেলে → জেলেনী
-
-
আনী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ
-
চাকর → চাকরানী
-
মেথর → মেথরানী
-
-
ইনী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ
-
কাঙাল → কাঙালিনী
-
গোয়ালা → গোয়ালিনী
-
বাঘ → বাঘিনী
-

0
Updated: 1 month ago
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
মিশুক
B
তেজস্বী
C
বাঁধনি
D
নিন্দক
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত কিছু শব্দ ও প্রকৃতি:
-
তেজঃ + বিন = তেজস্বী
-
মেধা + বিন = মেধাবী
-
মায়া + বিন = মায়াবী
-
যশঃ + বিন = যশস্বী
-
নীলিমা = নীল = ইমন
-
গুরু + অ = গৌরব
কৃৎ-প্রত্যয়:
-
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃৎ-প্রত্যয় দিয়ে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√বাঁধ + অনি = বাঁধনি
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণে, ‘অনি’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয়, এবং ‘বাঁধনি’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।

0
Updated: 1 month ago
‘পাঠক’ শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√পাঠ + অক
B
√পঠ + অক
C
√পা + ঠক
D
√পাঠ + টক
কর্তৃবাচ্য ধাতুর পরে 'অক' প্রত্যয় যোগ হয়ে রুট পঠ + অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে। উদাহরণ: পঠ + অক = পাঠক, দিন + ইক = দৈনিক। এখানে, 'অক' ও ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'পঠ' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

0
Updated: 1 month ago