A
বৈষয়িক অধিকরণ
B
ভাবাধিকরণ
C
অভিব্যাপক অধিকরণ
D
ঐকদেশিক অধিকরণ
উত্তরের বিবরণ
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় অনেক মাছ আছে? তাহলে উত্তর পাই - ‘পুকুরে। সুতরাং, এখানে ‘পুকুরে’ অধিকরণ কারক। বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে বিশাল পুকুরের মাঝে কোনো এক অংশে মাছ আছে। তাই ‘পুকুর' ঐকদেশিক আধারাধিকরণ কারক।

0
Updated: 21 hours ago
‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?
Created: 1 month ago
A
ভাবাধিকরণ
B
ঐকদেশিক অধিকরণ
C
কালাধিকরণ
D
বৈষয়িক
বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।

0
Updated: 1 month ago