সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
A
নির্বাচক
B
ভোটারগণ
C
নির্বাচকমণ্ডলী
D
ভোটারমণ্ডলী
উত্তরের বিবরণ
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা:
-
নির্বাচকরা যখন একত্রে কোনো গোষ্ঠী বা দলে থাকে, তখন তাদেরকে বলা হয় নির্বাচকমণ্ডলী।
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে -
Created: 1 month ago
A
তন্ময়
B
মন্ময়
C
মৃন্ময়
D
চিন্ময়
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী মৃণ্ময় একটি বিশেষণ, যার অর্থ মাটির তৈরি। এটি একটি তৎসম শব্দ। নিচে এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো।
-
মৃত্তিকার দ্বারা নির্মিত – মৃণ্ময়
-
তৃণাচ্ছাদিত ভূমি – শ্বাদল
-
নীল বর্ণ পদ্ম – ইন্দিবর
-
বুকে হেঁটে গমন করে যে – উরগ

0
Updated: 1 month ago
'যা পূর্বে ছিল এখন নেই'- এক কথায় কি হবে?
Created: 4 months ago
A
অপূর্ব
B
অদৃষ্টপূর্ব
C
অভূতপূর্ব
D
ভূতপূর্ব
এক কথায় প্রকাশ (সংক্ষিপ্ত রূপে ভাব প্রকাশ):
-
যা পূর্বে ছিল, এখন নেই – ভূতপূর্ব
-
যা আগে কখনো দেখা যায়নি – অদৃষ্টপূর্ব
-
যা আগে কখনো শোনা যায়নি – অশ্রুতপূর্ব
-
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
-
যা বলা হয়নি – অনুক্ত
-
যা বলার যোগ্য নয় – অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 months ago
‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি?
Created: 1 month ago
A
উক্ত
B
বাচ্য
C
ভবিতব্য
D
বক্তব্য
যা বলা হবে = বক্তব্য। বলা হয়েছে এমন = উক্ত। ভাগ্য বা নিয়তি ভবিতব্য। অনুমান করা হয়েছে এমন অনুমিত।

0
Updated: 1 month ago