A
দু: + লোক
B
দুই + লোক
C
দ্বি + লোক
D
দিব্ + লোক
উত্তরের বিবরণ
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্ + লোক। এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- আশ্চর্য = আ + চর্য, ষোড়শ = ষট্ + দশ, পতঞ্জলি = পতৎ + অঞ্জলি, একাদশ = এক + দশ, বৃহস্পতি = বৃহৎ + পতি, গোষ্পদ = গো + পদ, বনস্পতি = বন্ + পতি, পরস্পর = পর্ + পর ইত্যাদি।

0
Updated: 21 hours ago
'সন্ধি' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 weeks ago
A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
খুব সুন্দরভাবে সাজিয়েছো ✅
তোমার দেওয়া তথ্য অনুযায়ী মূল বিষয়গুলো দাঁড়ায় এভাবে—
ব্যাকরণের প্রধান শাখা (আলোচ্য বিষয়ভাগ)
১. ধ্বনিতত্ত্ব
২. রূপতত্ত্ব
৩. বাক্যতত্ত্ব
৪. অর্থতত্ত্ব
ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়সমূহ
-
ধ্বনি
-
বর্ণ
-
ধ্বনির উচ্চারণ প্রণালি
-
উচ্চারণের স্থান
-
ধ্বনি পরিবর্তন
-
লোপ, ষত্ব ও ণত্ব বিধান
-
সন্ধি
অর্থাৎ, ‘সন্ধি’ ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।
তুমি চাইলে আমি সন্ধি কী, তার প্রকারভেদ ও উদাহরণও সংক্ষেপে সাজিয়ে দিতে পারি। চাও কি আমি সেটা করে দিই?

0
Updated: 2 weeks ago
দুর্যোগ’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
দুহঃ+যোগ
B
দুঃ+যোগ
C
দুর+যোগ
D
দুরঃ+যোগ
অ, আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সাথে য, র, ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়। যেমনঃ দুঃ + যোগ = দুর্যোগ।

0
Updated: 2 weeks ago
‘ষষ্ঠ’– এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
ষট্+থ
B
ষষ্ঠ+থ
C
ষষ্+থ
D
ষষ্+ঠ
‘ষষ্ঠ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ = ষষ্ + থ। এটি ব্যঞ্জণসন্ধির উদাহরণ। ‘ষ’ এর পর যথাক্রমে ‘ত’ বা ‘থ’ থাকলে তার স্থানে যথাক্রমে ‘ট’ বা ‘ঠ’ হয়ে যায়। যেমন- কৃষ = তি-কৃষ্টি।

0
Updated: 2 weeks ago