A
প্রমথ চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মোতাহার হোসেন চৌধুরী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। ‘বীরবলের হালখাতা’ তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

0
Updated: 21 hours ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 2 weeks ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 2 weeks ago
চলিত ভাষার শব্দ কোনটি?
Created: 1 week ago
A
তুলো
B
জুতা
C
শুষ্ক
D
মস্তক
• সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের রূপ:
-
আসিয়া → এসে
-
মস্তক → মাথা
-
জুতা → জুতো
-
তুলা → তুলো
-
শুষ্ক / শুকনা → শুকনো
-
বন্য → বুনো

0
Updated: 1 week ago
চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয়–
Created: 1 week ago
A
সাধু ভাষা
B
প্রমিত ভাষা
C
আঞ্চলিক ভাষা
D
উপভাষা
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে প্রমিত ভাষা বলে। প্রমিত ভাষা বলা ও লেখার উপযোগী। এটি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্যসংলাপের উপযোগী। প্রমিত ভাষা কালের প্রবাহে অনেক পরিবর্তিত হয়।

0
Updated: 1 week ago