ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
A
ধাতু প্রত্যয়
B
শব্দ প্রত্যয়
C
কৃৎ প্রত্যয়
D
তদ্ধিত প্রত্যয়
উত্তরের বিবরণ
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - - - কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।

0
Updated: 1 month ago
‘মুক্তি’- এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 2 weeks ago
A
√মুচ্ + ক্তি
B
√মুচ্ + তি
C
√মুক্ + ক্তি
D
√মুক্ + তি
বাংলা ভাষায় শব্দগঠন বিশ্লেষণে মূল অংশকে প্রকৃতি বা ধাতু বলা হয় এবং শেষাংশকে প্রত্যয় বলা হয়।
-
‘মুক্তি’ শব্দের অর্থ হলো স্বাধীনতা বা মুক্ত হওয়া।
-
এর ধাতু বা মূল হলো মুচ্, যার অর্থ মুক্ত হওয়া বা ছাড়া।
-
এখানে ‘তি’ যুক্ত হয়েছে, যা একটি সাধারণ প্রত্যয় এবং মূলকে বিশেষ্য রূপে রূপান্তরিত করে।
✅ তাই:
-
ধাতু (মূল) = √মুচ্
-
প্রত্যয় = তি
অতএব সঠিক গঠন: √মুচ্ + তি

0
Updated: 2 weeks ago
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
মনু + ষ্ণ
B
মনু + অব
C
মা + নব
D
মান + অব
'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ' । এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরুপ - যাদব (যদু + ষ্ণ), শৈশব (শিশু + ষ্ণ), কৈশোর (কিশোর + ষ্ণ)

0
Updated: 1 month ago
'ঊর্মিল' কোন ধরনের প্রত্যয় সাধিত শব্দ?
Created: 1 week ago
A
বাংলা তদ্ধিত প্রত্যয়
B
সংস্কৃত কৃৎ প্রত্যয়
C
বিদেশি তদ্ধিত প্রত্যয়
D
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
কিছু সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং তাদের ব্যবহার নিম্নরূপ:
ইল্-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়।
যেমন:
-
পঙ্ক + ইল্ = পঙ্কিল
-
ঊর্মি + ইল্ = ঊর্মিল
-
ফেন + ইল্ = ফেনিল
ইত-প্রত্যয়: উপকরণজাত বিশেষণ গঠনে ব্যবহৃত হয়।
যেমন:
-
কুসুম + ইত = কুসুমিত
-
তরঙ্গ + ইত = তরঙ্গিত
-
কণ্টক + ইত = কণ্টকিত
ইমন্-প্রত্যয়: বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়।
যেমন:
-
নীল + ইমন = নীলিমা
-
মহৎ + ইমন = মহিমা

0
Updated: 1 week ago