A
পক্ষপাতিত্ব করা
B
সৌভাগ্য লাভ
C
চুরি করা
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।

0
Updated: 22 hours ago
‘মন না মতি’ বাগধারার অর্থ কী?
Created: 2 days ago
A
চালবাজি
B
অস্থির মানব মন
C
অরাজক পরিস্থিতি
D
অমূল্য সম্পদ
মন না মনি বাগ্ধারাটিত সঠিক অর্থ: অস্থির মানব মন। বাক্যের উদাহরণ: মানুষের মন তো বদলেই থাকে; কথায় বলে – ‘মন না মতি’।

0
Updated: 2 days ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 2 weeks ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 6 days ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 6 days ago