A
স্বরসংগতি
B
স্বরাগম
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
উত্তরের বিবরণ
Apenthesis শব্দটি প্রকৃতপক্ষে Aposiopesis-এর রূপভেদ, যার অর্থ হলো — অপিনিহিতি অর্থাৎ বাক্য ইচ্ছে করে অসমাপ্ত রেখে দেওয়া।

0
Updated: 22 hours ago
Blue print – এর পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
চলচ্চিত্র
B
জীবনবৃত্তান্ত
C
প্রতিচিত্র
D
পটভূমি
"Blueprint" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে প্রতিচিত্র, যার অর্থ হলো একটি খসড়া বা পরিকল্পনার নির্ভুল নকশা বা রূপরেখা, যা সাধারণত ভবন নির্মাণ বা প্রকল্প তৈরির পূর্বধাপে ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 week ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 1 week ago
সমাস ভাষাকে -
Created: 3 months ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
ভাষারূপ ক্ষুন্ন করে
D
অর্থবোধক করে
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago