A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
উত্তরের বিবরণ
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।

0
Updated: 22 hours ago
'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
স্বভাব নষ্ট করা
B
স্পর্ধা বাড়া
C
ফাঁকি দেওয়া
D
কোনো উপায়ে
'কার মাথায় হাত বুলিয়েছ'- এখানে 'মাথা' শব্দটি ‘ফাঁকি দেওয়া’ অর্থ প্রকাশ করে।
• একই শব্দের ভিন্নর্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) - ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা ( বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) - ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
• মাথায় উঠা (প্রশয় পাওয়ার) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া) - এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) - চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
‘উষ্ণীষ’-এর শব্দার্থ-
Created: 20 hours ago
A
অত্যন্ত উষ্ণ
B
কুসুম কুসুম উষ্ণ
C
পাগড়ি
D
শীতের আমেজ
উষ্ণীষ শব্দের অর্থ - পাগড়ি, কিরীট।

0
Updated: 20 hours ago
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!'- এই বাক্যের 'কী'-এর অর্থ-
Created: 1 month ago
A
ভয়
B
রাগ
C
বিরক্তি
D
বিপদ
একই অব্যয় শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।
যেমন:
‘লোকটা কী যে পিছু ছাড়ে না, একেবারে বিপদে ফেলেছে!’ — এই বাক্যে ‘কী’ অব্যয়টি স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করছে।
আবার,
‘এই ভিক্ষুকটা কী যে লেগেই আছে, এক মুহূর্ত শান্তি নেই!’ — এখানেও ‘কী’ শব্দটি বিরক্তির অনুভূতি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ, ২০১৯ সংস্করণ।

0
Updated: 1 month ago