গুণ ও বৃদ্ধি বলা হয় –
A
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
B
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
C
নাম-প্রকৃতির পরিবর্তনকে
D
প্রাতিপদিকের পরিবর্তনকে
উত্তরের বিবরণ
প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈ-কার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।

0
Updated: 1 month ago
কোনটি সঠিক?
Created: 1 month ago
A
গোয়ালা-গোয়ালীনি
B
শ্বেতাঙ্গ-শ্বেতায়ঙ্গিনী
C
ঠাকুর-ঠাকুরানি
D
ধনী-ধনীনি
শব্দের শেষে '-আনি'/'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
শূদ্র → শূদ্রানী
-
অরণ্য → অরণ্যানী
-
ঠাকুর → ঠাকুরানি
শব্দের শেষে '-ইনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
-
গোয়ালা → গোয়ালিনী
-
শ্বেতাঙ্গ → শ্বেতাঙ্গিনী
-
ধনী → ধনিনী
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি

0
Updated: 1 month ago
কোনটি পারস্পরিক সর্বনাম?
Created: 3 weeks ago
A
নিজেরা নিজেরা
B
স্বয়ং
C
অমুক
D
সকলকে
বাংলা ভাষায় সর্বনাম পদ হলো এমন একটি পদ যা বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়। সর্বনামকে মোট ৯টি শ্রেণিতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণি বিশেষ অর্থ বহন করে এবং প্রয়োগের মাধ্যমে বাক্যকে সহজ ও বোধগম্য করে তোলে।
১. ব্যক্তিবাচক সর্বনাম: ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়।
যেমন: আমি, তুমি, সে।
২. প্রশ্নবাচক সর্বনাম: প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়।
যেমন: কে, কারা, কাকে, কার, কী।
৩. অনির্দিষ্ট সর্বনাম: পরিচয়হীন বা অনির্দিষ্ট কিছু বোঝায়।
যেমন: কেউ, কোথাও, একজন, কিছু।
৪. নির্দেশবাচক সর্বনাম: নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে।
যেমন: এ, এই, এরা, ইনি।
৫. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কাজ করছে তা জোর দিয়ে বোঝায়।
যেমন: নিজে, স্বয়ং।
৬. সাপেক্ষ সর্বনাম: দুটি সর্বনামের মধ্যে নির্ভরশীল সম্পর্ক প্রকাশ করে।
যেমন: যে-সে, যেমন-তেমন।
৭. পারস্পরিক সর্বনাম: দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরশীলতা বোঝায়।
যেমন: পরস্পর, নিজেরা নিজেরা।
৮. সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি প্রকাশ করে।
যেমন: সবাই, সকলে, সকলকে।
৯. অন্যবাচক সর্বনাম: নিজ ব্যতীত অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়।
যেমন: অন্য, অপর, পর, অমুক।
উৎস:

0
Updated: 3 weeks ago
"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?
Created: 3 weeks ago
A
বিবৃতিমূলক
B
অনুজ্ঞাসূচক
C
প্রার্থনাসূচক
D
আবেগবাচক
"মহারাজের জয় হোক।" — এটি একটি প্রার্থনাসূচক বাক্য।
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য হলো এমন বাক্য যেখানে ইচ্ছা, প্রার্থনা বা উচ্ছ্বাস প্রকাশ পায়। একে ইচ্ছাসূচক বা ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন—
-
মহারাজের জয় হোক।
-
আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
(উৎস:

0
Updated: 3 weeks ago