A
শুকনো
B
সাথে
C
জুতা
D
বুনো
উত্তরের বিবরণ
জুতা - জুতা, সহিত - সাথে, বন্য - বুনো, শুষ্ক - শুকনো।

0
Updated: 22 hours ago
একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়
Created: 3 days ago
A
শিরোনাম
B
পত্রগর্ভ
C
সম্ভাষণ
D
মূল বক্তব্য
পত্রের প্রধানত দুটি অংশ। যথা: (১) শিরোনাম বা বাইরের অংশ (২) গর্ভ বা অন্তর্ভাগ। গর্ভ বা অন্তর্ভাগকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়। মোট কথা ছয়টি অংশ থাকে একটি পত্রে।যথাঃ মঙ্গলসূচক শব্দ, পত্রগর্ভ, স্থান ও তারিখ, সম্বোধন, লেখকের স্বাক্ষর, শিরোনাম।

0
Updated: 3 days ago
‘Book Post’-এর পারিভাষিক রূপ কোনটি?
Created: 20 hours ago
A
ডাকঘর
B
খোলা ডাক
C
উপবিধি
D
লেখস্বত্ব
Book Post অর্থ - খোলা ডাক।

0
Updated: 20 hours ago
‘ডাক্তার সাহেবের হাতযশ ভালো- – বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে –
Created: 1 month ago
A
অধিকার অর্থে
B
যশ অর্থে
C
অভ্যাস অর্থে
D
নিপুণতা অর্থে
বাক্যটি হলো –
“ডাক্তার সাহেবের হাতযশ ভালো।”
এখানে “হাতযশ” মানে হলো হাতের কাজ ভালো হওয়া, অর্থাৎ তিনি যে চিকিৎসা করেন, তা ভালো ফল দেয় বা সফল হয়।
-
এখানে ‘হাত’ শব্দটি নিপুণতা বা দক্ষতার ইঙ্গিত দেয়।
-
তাই “হাতযশ ভালো” মানে তিনি চিকিৎসায় নিপুণ বা দক্ষ।
🔹 সারাংশ:
এই বাক্যে ‘হাত’ শব্দটি নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ এটি চিকিৎসকের সফল চিকিৎসাকৌশলের প্রতি ইঙ্গিত করে।

0
Updated: 1 month ago